ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় মহিলার মৃত্যুর ১১ ঘন্টা পর জানা গেলো তার রিপোর্ট পজেটিভ, ৫দিনে ৪জনের মৃত্যু

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী ::  কক্সবাজার জেলা সদর হাসপাতালে বৃহস্পতিবার ২৯মে সকাল ৮টার দিকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা চকরিয়ার একজন মহিলা রোগী মারা যান। মৃত্যূবরণ করা উক্ত মহিলা চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের মৃত বদিউল আলমের স্ত্রী আনোয়ারা বেগম (৭০)। একইদিন সন্ধ্যায় মাগরিবের নামাজের পর স্বাভাবিক নিয়মে মরহুমার নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

বৃহস্পতিবার ২৯মে সন্ধ্যা ৭টার দিকে অর্থাৎ মৃত্যুর ১১ঘন্টারও বেশী সময় পর মৃত আনোয়ারা বেগম এর স্যাম্পল টেস্ট রিপোর্ট কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব থেকে ‘পজেটিভ’ পাওয়া যায়। বিষয়টি চকরিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এ নিয়ে এই চকরিয়া উপজেলায় করোনা ভাইরাস আক্রান্ত হওয়া ৪জন রোগী মারা গেলো। চকরিয়া উপজেলায় করোনায় মৃতদের মধ্যে অন্য ৩জন হলো-চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের কাজীর পাড়া এলাকার নুরুল হোসেন (৬৫)। নুরুল হোসেন বৃহস্পতিবার ২৯ মে সন্ধ্যা পৌনে ৬টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট খৃষ্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত ২৫ মে মাওলানা সিরাজ উল্লাহ নামক চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের হাল কাকরা জনতা মার্কেট পাড়ার বাসিন্দা ও ইসলামিক ফাউন্ডেশন এর কর্মচারী করোনা আক্রান্ত হয়ে মারা যান।এছাড়া চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শহীদ হোসাইন চৌধুরী চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে মারা যান।

এনিয়ে গত ৫ দিনে চকরিয়ায় ৪জন করোনা রোগী মৃত্যুবরণ করলো। এনিয়ে, কক্সবাজার জেলায় মোট করোনা রোগী মৃত্যুবরণ করেছে ১৪ জন।

পাঠকের মতামত: