ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় মহান বিজয় দিবস উদযাপন: বীর মুক্তিযোদ্ধা ও পরিবারকে সংবর্ধনা: উপহার বিতরণ

এম জিয়াবুল হক, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মেগাকর্মসুচিতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার বিজয় দিবসের প্রথমপ্রহরে উপজেলা পরিষদ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। কক্সবাজার ১ (চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান এর নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণকালে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলা ও পুলিশ প্রশাসনের সকলস্থরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুষ্পমাল্য অর্পণ শেষে চকরিয়া উপজেলা পরিষদস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ( মগবাজার কমিউনিটি সেন্টার মাঠ) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে প্যারেডগ্রাউন্ডে কুচকাওয়াজ এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এদিন সকাল দশটায় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিবাদন গ্রহণ করেন সাংসদ আলহাজ জাফর আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি, ইউএনও জেপি দেওয়ান, চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
একইদিন দুপুর বারোটায় চকরিয়া উপজেলা পরিষদের নতুন সম্মেলনকক্ষ সুগন্ধা মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এসময় মুক্তিযোদ্ধা পরিবারের সবার জন্য উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ১ ( চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার ( চকরিয়া সার্কেল) মো তফিকুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো রাহাত উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্ট, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, ওসি তদন্ত মো আবদুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ শাহাবুদ্দিন মাহমুদ, চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শোভন দত্ত, সাংসদ জাফর আলমের সহধর্মিণী আলহাজ্ব শাহেদা জাফর, চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাজী আবু মো বশিরুল আলম, সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা হাবিলদার ( অব:) মোহাম্মদ উল্লাহ, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের পরিবারকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে।
শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, প্যারেডগ্রাউন্ডে কুচকাওয়াজ গ্রহণ ও বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে চকরিয়া উপজেলা কৃষি অফিসার এসএম নাছিম হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাফায়ত ফারুক চৌধুরী , উপজেলা যুব উন্নয়ন অফিসার মো আবদুল মতিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার আবু জাফর, চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলের প্রধান শিক্ষক মো নুরুল আখের, কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিদারুল ইসলাম, চকরিয়া সিটি কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন, চকরিয়া উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি সেলিনা আক্তার, সাধারণ সম্পাদক মাস্টার তছলিম উদ্দিন, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক মিজবাউল হক, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দিন কছির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আরহান মাহমুদ রুবেল, সাধারণ সম্পাদক আকিত হোসেন সাজিব ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা- কর্মচারী, ইউনিয়ন ও চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, মাদরাসার সুপার ও অধ্যক্ষ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে চকরিয়া উপজেলা প্রশাসন ও চকরিয়া পৌরসভার অংশ গ্রহণে প্রীতিফুটবল ম্যাচের মাধ্যমে। মগবাজার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে উপজেলা প্রশাসনকে ১-০ গোলে হারিয়ে চকরিয়া পৌরসভা ফুটবল একাদশ বিজয় দিবসের পুরস্কার জিতে নেন। অনুষ্ঠিত প্রীতি ম্যাচে উপজেলা প্রশাসনের পক্ষে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদি ও পৌরসভার অধিনায়ক ছিলেন মেয়র আলমগীর চৌধুরী। অন্যদিকে ফুটবল ম্যাচের সমন্বয়ক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান।

পাঠকের মতামত: