নিজস্ব প্রতিবেদক :: মঙ্গলবার ১৯মে চকরিয়া উপজেলায় করোনা ভাইরাস সনাক্ত হওয়া ১৭জনের মধ্যে ৯জন করোনার ‘হটস্পট’ হিসাবে পরিচিত ডুলাহাজারা ইউনিয়নের, একজন বান্দরবান জেলার থানচি উপজেলার বাসিন্দা ও আরেকজন আলীকদম উপজেলার বাসিন্দা।
করেনার হটস্পট যারা ডুলাহাজারা ইউনিয়নের তারা হলেন-আবদুল আজিজ (২৪), রেহেনা বেগম (১২), সরতাজ আজিজ (২১), রুমাইনা (২০), জামাল হোসেন (২৯), ডুলাহাজারার মালুমঘাটের স্বপন মল্লিক, ডুলাহাজারা চা বাগানের স্বপন হরি দে (৭০), মালুমঘাটের নুরুল কবির (৪০) ও সাইফুল ইসলাম। চকরিয়া উপজেলার অন্যান্য এলাকার বাসিন্দা করোনা রোগীরা হলো-খুটাখালীর পারভীন আক্তার (৩৫), ফাঁসিয়াখালীর মঈনুল হোসেন (৩১), পালাকাটার শাহনাজ পারভিন (২৫), চিরিঙ্গা সোসাইটি পাড়ার ২ভাই নাসির উদ্দীন (৪৬) ও নাজিম উদ্দীন (৪০) এবং পূর্ব বড় ভেওলার ফরিদুল ইসলাম (৪০)। এ নিয়ে চকরিয়া উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো মোট-৭৫জন। অন্য ২জন হলো-বান্দরবান জেলার থানচি উপজেলার বাসিন্দা সোনাতি ত্রিপরা (১৯) ও আরেকজন আলীকদম উপজেলার বাসিন্দা প্রদীপ ত্রিপুরা (২৮)। তারা চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাধ্যমে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে তাদের শরীরের স্যাম্পল টেস্টে পাঠিয়েছিলেন।
পাঠকের মতামত: