চকরিয়া প্রতিনিধি ::
ভূমি সেবা সপ্তাহ ১-৭ এপ্রিল উদযাপন উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। রবিবার ২এপ্রিল সকাল ১১টায় উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ মিলনায়তন মোহনা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে মোহনা মিলনায়তনে হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাহেদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভুমি) দিদারুল আলমের সঞ্চালনায় অালোচনা সভায় বক্তব্য রাখেন, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু,সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন বাবুল, চকরিয়া বিআরডিবি চেয়ারম্যান মোঃ ছলিম উল্লাহ, কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত উচমান, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমদ সিকদার,বিএম চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম,ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, চকরিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ নোমান, চকরিয়া টিআইবি এরিয়া ম্যানেজার মোঃ জসিম উদ্দিন প্রমুখ। এ ছাড়া উক্ত অনুষ্টানে সাংবাদিক, সুশীল সমাজ, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ ভুমি সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন। সভায় বক্তরা বলেন, সরকারের গৃহীত কর্মসূচী রুপরেখা বাস্তবায়নে ভুমি নিয়ে সাধারণ মানুষ যেন ভোগান্তিতে না পড়ে সে বিষয়ে ভুমি কর্তাদের প্রতি নজর রাখার আহ্বান জানান। মধ্যম আয়ের দেশ ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমানে সকলকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। তাহলেই সত্যিকারের সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
পাঠকের মতামত: