ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

চকরিয়ায় বীজ কোম্পানীর প্রতারণার শিকার কৃষক ক্ষতিপূরণের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

এম.জিয়াবুল হক, চকরিয়া ::  চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার বির্স্তীণ জমিতে এবছর মরিচ টমেটোসহ রকমারি সবজি চাষে চরম ফলন বিপর্যয় ঘটেছে। অভিযোগ উঠেছে, বেশ কটি অসাধু বীজ কোম্পানীর ভেজাল বীজ বিক্রির কারণে জমি রোপন করে হাজারো কৃষক চাষাবাদ নিয়ে ভয়াবহ প্রতারণার শিকার হয়েছে। এতে কৃষকরা বড়ধরণের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

চকরিয়া উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়নের নয়াচর এলাকার কৃষকরা বেশি ক্ষতির শিকার হয়েছেন। স্থানীয় কৃষকদের এমন দুর্দিনে তাদের পাশে এগিয়ে এসেছেন পুর্ববড় ভেওলা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কামরুজ্জামান সোহেল। একইসঙ্গে তিনি এলাকার গরীব ও পান্তিক কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছেন। মুলত তাঁর আহবানে সাড়া দিয়ে বৃহস্পতিবার চকরিয়া উপজেলা সদরে হাজারো কৃষক এবং কৃষকলীগের নেতাকর্মীরা ক্ষেতের মরে যাওয়া গাছের চারা নিয়ে বিক্ষোভ মিছিল করেছে। অপরদিকে কৃষকদের দাবির প্রেক্ষিতে আন্দোলনে একাত্মা পোষন করে বিক্ষোভ মিছিল, মানববন্ধন কর্মসুচিতে অংশ নিয়েছেন কক্সবাজার জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

পাশাপাশি কৃষক আন্দোলনে সংহতি জানিয়ে অংশনিয়েছেন চকরিয়া উপজেলা কৃষকলীগ, পৌরসভা কৃষকলীগ, মাতামুহুরি উপজেলা কৃষকলীগ এবং বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ।

ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপুরণের দাবিতে বৃহস্পতিবার দুপুরে চকরিয়া পৌরশহরের প্রধান সড়ক প্রদিক্ষন শেষে বিক্ষোভ মিছিলটি চকরিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গনস্থ বঙ্গবন্ধু চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে। এরপর কৃষকলীগ নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্থ কৃষকদের নিয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজ এবং কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলমের কাছে স্বারকলিপি প্রদান করেন।

কৃষক আন্দোলনের রূপকার পুর্ববড় ভেওলা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কামরুজ্জামান সোহেল এর সভাপতিত্বে চকরিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গনস্থ বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি আনিসুল হক চৌধুরী, যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সাংগঠনিক সম্পাদক রিয়াজ মুর্শেদ, চকরিয়া উপজেলা কৃষকলীগের আহবায়ক চেয়ারম্যান জসীম উদ্দিন, চকরিয়া উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, বর্তমান কমিটির সদস্য সচিব আমির হোসেন আমু, পেকুয়া উপজেলা কৃষকলীগের আহবায়ক হাজি মেহের আলী, চকরিয়া পৌরসভা কৃষকলীগের সভাপতি সুলাল চন্দ্র সুশীল, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক লোটাস, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা কৃষকলীগের সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক ফজল কাদের, পুর্ববড় ভেওলা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু, সাহারবিল কৃষকলীগের সভাপতি জিয়াবুল করিম, কোনাখালী সভাপতি ফরিদুল আলম, পশ্চিমবড় ভেওলা সভাপতি রিয়াজ উদ্দিন, বদরখালী ইউনিয়ন সাধারণ সম্পাদক খোকন। এছাড়াও বিক্ষোভ মিছিল মানববন্ধন কর্মসুচিতে চকরিয়া উপজেলা কৃষকলীগ, পৌরসভা কৃষকলীগ, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা কৃষকলীগ এবং বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে ক্ষতিগ্রস্থ কৃষকদের দাবির প্রেক্ষিতে কক্সবাজার জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী বলেন, এবছর সুপ্রীম সীড কোম্পানির সানড্রফ ভেজাল মরিচ বীজ রোপন করে চকরিয়া উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়নের নয়াচরের বেশিরভাগ কৃষক হয়েছেন সর্বশান্ত। বর্তমানে বেশিরভাগ মরিচ ক্ষেত মরে যাচ্ছে। নষ্ট বীজের কারণে কৃষকরা ভেঙে পড়েছেন। এবছর কৃষকরা মারাত্মক ক্ষতির মুখোমুখি হয়েছেন।

আমি চাই দেশের প্রাণ কৃষকদের সঙ্গে যাঁরা প্রতারণা করেছে, ভেজাল বীজ বিক্রি করে টাকা হাতিয়ে নিয়েছে, তাদেরকে কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে। এইজন্য প্রশাসনের কাছে ভুক্তভোগী কৃষকদের পক্ষথেকে দাবি জানাচ্ছি।##

 

 

পাঠকের মতামত: