ঢাকা,বুধবার, ১ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় বিদ্যুতের তারে জড়িয়ে আহত নির্মাণ শ্রমিকের অবশেষে মৃত্যু

লাবণ্য রাণী, পূজা, চকরিয়া :
চকরিয়ায় বিদ্যুতের তারে জড়িয়ে মো. আব্দুল্লাহ (১৫) নামের একজন নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের রুস্তমআলী চৌধূরী পাড়া এলাকার নজির আহমদের ছেলে ও পেশায় একজন নির্মান শ্রমিক (রাজ মেস্ত্রির সহকারী)। ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ২টার দিকে মারা যায় ওই কিশোর।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় লক্ষ্যারচর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার বলেন, গত বুধবার বাড়ির পার্শ্ববর্তী মুফিজুর রহমান মুন্সি নামের এক ব্যক্তির বাড়িতে নির্মান শ্রমিকের কাজ করতে যায় নিহত কিশোর মো. আব্দুল্লাহ। দুপুরে কাজ শেষে সরঞ্জামসহ বাড়িতে খাবার খেতে যাওয়ার সময় ছাদের উপর দিয়ে বয়ে যাওয়া জাতীয় গ্রীডের ৩৩ হাজার ভোল্ডের বিদ্যুতের তারে হঠাৎ জড়িয়ে পড়ে আব্দুল্লাহ। এ সময় তার শরীরের সিংহভাগ পুড়ে ঝলসে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া জমজম হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানেও তার অবস্থার অবনতি হলে গত শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। সেখানে ৫দিন চিকিৎসার পর আজ মঙ্গলবার দুপুর দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কিশোর মো. আব্দুল্লাহ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধূরী বলেন, লক্ষ্যারচর ইউনিয়নে বিদ্যুতের তারে জড়িয়ে নির্মান শ্রমিকের মৃত্যুর বিষয়টি আমি অবগত নই। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

পাঠকের মতামত: