ঢাকা,রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় বিএমচর চেয়ারম্যান জাহাঙ্গীর জামিনে মুক্ত 

এম.মনছুর আলম, চকরিয়া ::

৫দিন কারাভোগ পর অবশেষে জামিনে মুক্ত হলেন কক্সবাজারের চকরিয়ায় উপজেলার বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম। চেয়ারম্যান জাহাঙ্গীর আলম একটি মারামারি মামলায় গত বৃহস্পতিবার দুপুরে চকরিয়াসিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন প্রার্থনা করলে এসময় বিজ্ঞ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালতের ম্যাজিস্ট্রেট মো.তারেক আজিজ। মঙ্গলবার (১৮জুলাই) দুপুরের দিকেকক্সবাজারের জজ আদালতে তার জামিনের জন্য প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তার জামিন আবেদন মন্জুর করেন। ৫দিন কারাভোগ পর অবশেষে জামিনে মুক্ত হলে ওই দিন বিকেলে জেল গেইট থেকে চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে পুস্পমাল্যদিয়ে বরণ করে নেন জেলা আওয়ামীলীগের সদস্য ও চকরিয়া বর্ণমালা একাডেমীর চেয়ারম্যান আমিনুর রশিদ দুলাল, সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, চিরিংগা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, বিএমচরইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন, বর্তমান প্যানেল চেয়ারম্যান জিয়াদুল ইসলাম সেলিম, ইউপি সদস্য দিদারুল ইসলাম, আবদুল হামিদ, জয়নাল আবেদীন, মো: মিজানুর রহমান মিজানসহ স্থানীয় জনতা। উল্লেখ্য যে, ২০১৭ সালের ১৩ নভেম্বর একটি মারামারি মামলায় উপজেলার বিএমচর ইউনিয়নের বাসিন্দা আবদুস সালাম বাদি হয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম ও ইউপি সদস্য দিদারকে আসামী করে একটি মামলা (নং-সিআর১৩৮১/১৭ ইং) দায়ের করেন।ওই মামলায় গত বৃহস্পতিবার দুপুরে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চেয়ারম্যান জামিন প্রার্থনা করলে এসময় বিজ্ঞ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোরনির্দেশ দেন বিজ্ঞ আদালত। বিএমচর ইউপি চেয়ারম্যান জামিনে মুক্ত হওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ইউপি সদস্য আবদুল হামিদ।##

পাঠকের মতামত: