নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়ায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী। আজ শুক্রবার সকাল ১১টার দিকে চকরিয়া ইউএনও’র নির্দেশে উপজেলার বদরখালী ইউপির ৩ নম্বর ব্লকের ছনুয়াপাড়া গ্রামে ওই স্কুলছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।
তিনি জানান, বাল্যবিয়ে হচ্ছে খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে অষ্টম শ্রেণির ছাত্রীর জন্ম নিবন্ধন সনদের খোঁজখবর নেয়া হয়। পরে মহেশখালী উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) মাধ্যমে স্কুলছাত্রীর নিজ এলাকা ধলঘাটা ইউপিতে জন্ম নিবন্ধনের তথ্য যাচাই করা হয়।
ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন আরো জানান, স্কুলছাত্রীর জন্ম নিবন্ধন যাচাই শেষে পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হই। মেয়ে পক্ষকে বাল্য বিয়ের কুফল সম্পর্কে জানানো হয়। পরে মেয়ের মা-বাবা, ছেলে ও তার বাবাকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় দিয়ে ১৮ বছর আগে তাকে বিয়ে দেবে না মর্মে লিখিতসহ মুচলেকা নেয়া হয়।
পাঠকের মতামত: