ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় বর্ণিল আয়োজনে বৈশাখ উদযাপন

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::   পুরাতন বছরের সব গ্লানি ভুলে নববর্ষের প্রথমদিনে নতুন দিনের সফলতা প্রত্যাশা নিয়ে কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের একগুচ্ছ বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ ১৪২৬ বরণ উপলক্ষে প্রতিবছরের মতো এবারও নানা অনুষ্ঠানমালার আয়োজন করেন উপজেলা প্রশাসন। “মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা” এই ছন্দে বর্ণাঢ্য কর্মসূচীতে প্রাণের আনন্দে মেতেছে অংশনেয়া সববয়সের সবাই। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানমালার সূচনা করা হয়।

বর্ষবরণ কর্মসুচির অংশহিসেবে রোববার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে প্রথমে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এরপর অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। আলোচনার আগে ছোট্ট শিক্ষার্থীদের অংশগ্রহনে উপজেলা পরিষদস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক উৎসব। উৎসবের ফাঁেক সমবেত সবাইকে পান্তা ইলিশে আপ্যায়ন করেন উপজেলা প্রশাসন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান এর সভাপতিত্বে চকরিয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গল শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা অঅওয়ামীলীগের সভাপতি জাফর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের নবনির্বাজিত চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত, চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী প্রমুখ।

চকরিয়া উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কাদের এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ সম্পাদক মো.নুরুল আবছার, এমপির সহ-ধর্মীনি শাহেদা জাফর, ইউএনও’র সহ-ধর্মীনি নাসরিন সুলতানা নিপা, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টো, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.আতিক উল্লাহ, উপজেলা সরকারি হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা.মোহাম্মদ শাহবাজ, চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজি আবু মো.বশিরুল আলম, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ জসীম উদ্দিন, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাহারবিলের চেয়ারম্যান মহসিন বাবুল, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান মো.নুরুল আমিন, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তাফা কাইছার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মোহাম্মদ উল্লাহ, মুক্তিযোদ্ধা ফরিদুল আলম, চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার, উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কামাল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ নোমান, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পরিমল বড়–য়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন এবং সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, আইনজীবি, সাংবাদিক, শিক্ষার্থী ও সুধীজন।

পাঠকের মতামত: