ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি ::

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পালন করেছে চকরিয়া উপজেলা ছাত্রলীগ। সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল ১২টায় পৌর শহরের চিরিংগা প্রধান সড়কে বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মারুফ ও সাধারণ সম্পাদক আরহান মাহামুদ রুবেলের নেতৃত্বে অনুষ্ঠিত র‌্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এম আর চৌধুরী, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, আওয়ামী লীগ নেতা আফছার উদ্দিন মাহমুদ, আমির উদ্দিন বুলবুল, আবু মুছা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হায়দার আলী. শেফায়েতুল করিব বাপ্পি, সাবেক সাধারণ সম্পাদক সাজিদ হোসেন সাকিব, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বাবলু প্রমুখ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তোয়াছিন আনোয়ার জিহান, যুগ্ম সম্পাদক বুলেট ফারুক, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, ছাত্রলীগ নেতা কুমার টিংকু দে, নুর মোহাম্মদ কানন, চকরিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল চন্দ্র সুশীল, সোহাতু মাহমুদ, আরমান, ইউসুফ বিন হোসাইন, লিটন, জিকু, সুজয় চৌধুরী, জাহেদ, ফরহাদুল ইসলাম মুন্নাসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি/সম্পাদক, আহ্বায়ক/যুগ্ম আহ্বায়কসহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মারুফ ও সাধারণ সম্পাদক আরহান মাহামুদ রুবেল বলেন, ‘আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের ইন্তেকাল ও তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে ৪ জানুয়ারি পরিবর্তে আজ চকরিয়া উপজেলা ছাত্রলীগ শাখা এ দিবসটি পালন করেন।’

পাঠকের মতামত: