ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ দিবস পালিত

এম.মনছুর আলম, চকরিয়া:   স্বয়ং সম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ দিবস পালিত হয়েছে।দিবসটিকে ঘিরে মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, পোনা অবমুক্ত করণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়।      বৃহস্পতিবার (১৯জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুম ” মোহনা ” মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাতের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায়  অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম। তিনি উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন। জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ এমপি।এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সফিয়া বেগম শম্পা, জেলা পরিষদের সদস্য অধ্যাপক সুলতান আহমদ ও ডুলাহাজারা কলেজের শিক্ষক অধ্যাপক সিন্টু কুমার দে প্রমূখ।অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান।অনুষ্টানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, মৎস্য সম্পৃক্ত ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জেলে সাধারণ উপস্থিত ছিলেন।

############

চকরিয়ায় পানিতে পড়ে শিশুর মৃত্যু

চকরিয়া প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়ায় উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে কুয়ার পানিতে পড়ে হুজাইফুর রহমান ১৫মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ওই ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বালুরচর এলাকার মো: শফিউল আলমের পুত্র। বৃহস্পতিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মো: নুরুল আবছার শিশুর মৃত্যুর বিষয়ে সত্যতা নিশ্চিত করেন। ইউপি সদস্য নুরুল আবচার বলেন, স্থানীয়দের দেয়া ভাষ্যমতে বৃহস্পতিবার সকালে শিশু হুজাইফের মা তাদের বাড়ির আঙ্গিনায় ক্ষেত থেকে শাক তুলতে যায়। ওই সময় শিশুটি মায়ের অজান্তে শাক ক্ষেতের পার্শ্ববর্তী একটি ছোট্ট কুয়ায় মধ্যে পড়ে যায়। তার মা বাড়ির ভেতরে শিশুকে না দেখে খোঁজতে থাকেন। দীর্ঘক্ষণ খোঁজ করার পরে ক্ষেতের পাশে  কুয়ার পানিতে সন্তানকে ভাসতে দেখে। এসময় শিশুটির মায়ের শোর চিৎকারে স্থানীয়রা ও পরিবারের লোকজন এগিয়ে এসে শিশুটিকে কুয়া থেকে মৃতবস্থায় উদ্ধার করেন।এদিকে কুয়াতে হাটু পরিমাণ পানি ছিল। উদ্ধারের সময় শিশুর মুখ থেকে রক্ত বের হতে দেখে কুপ নিয়ে স্থানীয়রা নানা জল্পনা কল্পনার অন্ত যাচ্ছে না লোকদের মাঝে।##

পাঠকের মতামত: