এম.জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলার বরণ্য রাজনীতিবিদ কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ইসলামনগর শহীদ হোছাইন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব শহীদ হোছাইন চৌধুরী (৭০) ইন্তেকাল (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) করেছেন। ২১ মে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যকালে তার স্ত্রী, ৫ছেলে ও ১কন্যা সন্তানসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। চেয়ারম্যান শহীদ হোছাইন চৌধুরী কৈয়াবিল ইউনিয়নের সম্ভ্রান্ত জমিদার পরিবার সিকদার পাড়া পাড়া এলাকার মরহুম মৌলানা শফিকুর রহমানের কনিষ্ঠ ছেলে।
শুক্রবার ২২ মে সকাল ১১টায় ইসলামনগর শহীদ হোছাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং পবিত্র জুমার নামাজের পর কৈয়ারবিল ইউনিয়নের ছড়ারকুল পুরাতন জামে মসজিদ প্রাঙ্গনে শেষ জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
বরণ্য ব্যক্তিত্ব আলহাজ্ব শহীদ হোছাইন চৌধুরী মৃত্যুর পূর্বে পর্যন্ত তিনি ইসলাম নগর শহীদ হোছাইন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, বরইতলী ফয়জুল উলুম মাদ্রাসার আজীবন সদস্য, কৈয়ারবিল উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্যসহ ইউনিয়নস্থ বিভিন্ন স্কুল ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, এলাকার সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
এদিকে বরণ্য ব্যক্তিত্ব আলহাজ্ব শহীদ হোছাইন চৌধুরী তাঁহার মৃত্যুতে বিদেহী আত্মার মাগফেরাত এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম, একই আসনের সাবেক এমপি ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী আলহাজ সালাহ উদ্দিন আহমদ, সাবেক সংসদ সদস্য এ এইচ সালাহ উদ্দিন মাহমুদ, সাবেক সংসদ সদস্য এডভোকেট হাসিনা আহমেদ, সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ ইলিয়াছ, সাবেক সংসদ সদস্য অধ্যাপক এনামুল হক মঞ্জু, চকরিয়া পৌরসভার প্রথম চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল হাকিম দুলাল, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী, চকরিয়া পৌর বিএনপি সভাপতি সাবেক মেয়র আলহাজ নুরুল ইসলাম হায়দার, চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক, উপজেলা বিএনপি সভাপতি সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া), মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জামিল ইব্রাহিম চৌধুরী, চকরিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, কৈয়ারবিলের চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন, সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান শরীফ উদ্দিন চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান হানু, চকরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এএম ওমর আলী এবং বিভিন্ন রাজনৈতিক ও বিভিন্ন স্কুল-মাদ্রাসা এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
পাঠকের মতামত: