ঢাকা,রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

পাচারকারী গ্রেফতার

চকরিয়ায় ফেরিওয়ালার হাড়ি পাতিলের ঝুপড়ি থেকে ৬ হাজার পিস্ ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়ায় ফেরিওয়ালার হাঁড়ি পাতিলের ভেতর থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় ফেরিওয়ালার বেশধারী জুয়েল হাওলাদার (৩৪) নামে এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) বেলা এগারোটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং বন চেক স্টেশন এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃত জুয়েল মাদারীপুর জেলার শিবচর উপজেলার চৈতা মুল্লকান্দি গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন , শুক্রবার সকালে মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের রিংভং বনস্টেশন এলাকায় পুলিশ তল্লাশি চৌকি বসায়। এসময় কক্সবাজার থেকে চকরিয়াগামী একটি লেগুনা পরিবহনের যাত্রী জুয়েল এর আচরণ সন্দেহজনক হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি একজন ফেরিওয়ালা।
ওসি আরও বলেন, তার কথা মত গাড়ির ছাদের উপর হাড়ি পাতিল বহনের বাঁশের ঝুঁড়িতে বিশেষ কায়দায় লুকানো দুটি কার্টনে ৬ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফেরিওয়ালা জুয়েল এসব ইয়াবা কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে পাচার করছিলো বলে স্বীকার করে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

পাঠকের মতামত: