ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

চকরিয়ায় ফুটন্ত কিশোর ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::  কক্সবাজারের চকরিয়ায় ফুটন্ত কিশোর ক্লাবের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শতাধিক শীতার্ত নারী-পুরুষকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। এর আগে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান। আজ ৮জানুয়ারী, বুধবার বিকেলে কৈয়ারবিল ইউনিয়নের খোঁজাখালী দেওয়ান আলী মাঠ প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সংগঠনের উপদেষ্টা রেজাউল করিম সেলিম। অতিথি ছিলেন সাংবাদিক ছোটন কান্তি নাথ, সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট চৌধুরী ফাহাদ বিন ফিরোজ সোহান, মো. এরশাদ, এইচ এম সোহেল সিকদার, নুরুল ইসলাম নোহান, আকতার আহমদ, শুভসংঘের আজিজুল হক, নুরুল আজম, ছাত্রলীগ নেতা তারেকুল ইসলাম রাহিত, প্রতিষ্ঠাতা সভাপতি সাখাওয়াত হোসেন আদনান। কেন্দ্রীয় কমিটির আহবায়ক নুরুল মোস্তফা, সদস্য সচিব মিজানুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য হাসান মুরাদ। এতে উপস্থিত ছিলেন সংগঠনের চকরিয়া, পেকুয়া, কক্সবাজার ও চট্টগ্রামসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. হাবিবুর রহমান বলেন, ‘ফুটন্ত কিশোর ক্লাবের সঙ্গে সম্পৃক্ত প্রত্যেক সদস্যকে হতে হবে মাদক, ইভটিজিং, জঙ্গিবাদসহ সমাজের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। এ ধরণের সংগঠনের তখনই সার্থকতা আসে, যখন এলাকায় কোন ধরণের অপরাধ থাকেনা। অতএব সেই লক্ষ্য নিয়েই এই সংগঠন কাজ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’

পাঠকের মতামত: