ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

চকরিয়ায় ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১৭তম বর্ষপূতি উৎযাপিত

chakaria-fars-s-islami-benk-25-10-16বশির আলমামুন, চকরিয়া:

ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: চকরিয়া শাখার উদ্যোগে ব্যাংক প্রতিষ্ঠার ১৭তম বর্ষ পূর্তি সহ বিভিন্ন কর্মসূচীর পালন করা হয়েছে। এ উপলক্ষে ব্যাংকের চকরিয়া শাখায় গত ২৫অক্টোবর সকাল ১০টায় পবিত্র খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল এবং ব্যাংকে আগত গ্রাহকদের ফুল দিয়ে বরণ ও কেক কে‌টে মিষ্টিমুখ করানো হয়। ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: চকরিয়া শাখার ব্যবস্থাপক মো: কামাল হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ব্যাংকের সার্বিক অগ্রগতি,উন্নতি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন চিরিংগা পুরাতন বাসষ্টেশন জামে মসজিদের খতিব অধ্যাপক মাওলানা মো: কফিল উদ্দিন এমএ। পরে সংক্ষিপ্ত বক্তব্যে শাখা ব্যবস্থাপক বলেন, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্রাহক সেবায় সন্তোষ্টি অর্জন করতে সক্ষম হয়েছে। ফলে সারাদেশে ১৫৭টি শাখা ও ১৫০এর অ‌ধিক এটিএম বুথ এর মাধ্যমে ইসলামী শরীয়াহ মোতাবেক গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে নগদ ১কোটি টাকা অনুদান দি‌য়ে‌ছেন ব্যাংকের পরিচালনা পর্ষদ। ব্যাংকের ৪হাজারের অধিক কর্মকর্তা-কর্মচারীর কর্মসংস্থান নিশ্চিত করে তাদের সৎ ও কর্মঠ কার্যক্রমের মাধ্যমে সারাদেশে ব্যাংকের ২৫হাজার কোটি টাকা ডিপোটিজ ও ২৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। ডি‌পো‌জি‌টের দিক দি‌য়ে সারা দে‌শের ৫৬ ব্যাং‌কের ম‌ধ্যে ৭ম স্থা‌নে র‌য়ে‌ছে। চকরিয়া শাখায় গ্রাহক সেবা বৃদ্ধির লক্ষ্যে পল্লী বিদ্যুতের বিল গ্রহণ, প্রতি বছর ব্যাং‌কের পক্ষ থে‌কে শিক্ষা বৃ‌ত্তি প্রদান, যেকোন দেশ থেকে ওয়েস্টার্ণ ইউনিয়ন, মানিগ্রাম, আইএমই, এক্সপ্রেস মানি, রেমিট্যান্স আই এমই ও গোপন নাম্বারের মাধ্যমে দ্রুত সেবা নিশ্চিত করে আসছে। দোয়া মাহফিলে ব্যাং‌কের চেয়ারম্যান সাইফুল আলম মাসু‌দের জন্য দোয়া করা হয়। এসময় চকরিয়ার গন্যমান্য ব্যাক্তিবর্গ, ওলামামশায়েখগণ, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও শুভাকাংঙ্খীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: