ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

চকরিয়ায় ফলজ নার্সারীর আড়ালে গাঁজা চাষ, আটক ১

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের গহীন পাহাড়ে ফলজ গাছের নার্সারী করার আড়ালে গাঁজা চাষের সন্ধান পেয়েছেন র‌্যাব-১৫। গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার ছোট-বড় গাঁজা গাছ ও বীজসহ জাকের হোসেন (৪১) নামে গাজা চাষী এক ব্যক্তিকে আটক করেছেন র‌্যাব।

রবিবার রাত সাড়ে ৯টার দিকে কাকারা ইউপির পূর্ব  কাকারার ৮ নং ওয়ার্ড বাদশার টেক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক জাকের হোসেন ওই এলাকার জাফর আলমের ছেলে বলে জানিয়েছেন র‌্যাব ।

র‌্যাব আরো জানান, জাকের হোসেন মানুষের চোখ ফাঁকি দিতে নিজ বাড়ির পেছনে সরকারী রিজর্ভ বন ভুমির জায়গায় বিভিন্ন ফলজ গাছের বাগানে প্রথমে গাঁজার বীজ রোপণ করেন, একটু বড় হলে অন্যত্র সরিয়ে নিয়ে আবার রোপন করেন, এভাবেই তিনি আড়াই একর জমিতে গাঁজা চাষ করেছেন বলে জানান। সময় মতো এবং সুযোগ বুঝে এসব চারা পাশ্ববর্তী লামা- আলিকদম সহ নানা জায়গায় বিক্রিও করেন তিনি।

অভিযানে নেতৃত্ব দেওয়া কক্সবাজার র‌্যাব -১৫ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ জামিলুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কাকারা এলাকায় বিশাল এলাকাজুড়ে গাঁজার চাষ করার জন্যে নার্সারি করা হয়েছে। তারই সূত্র ধরে অভিযান পরিচালনা করা হয়। সাধারণ দৃষ্টিতে গাঁদা ফুলগাছ মনে হওয়ায় প্রতিবেশীদের কেউ বুঝতে পারেননি। স্থানীয়রা বলেন, যুবসমাজকে রক্ষা করতে হলে মাদকবিরোধী এসব অভিযান অব্যাহত থাকতে হবে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে আজ ৫সেপ্টেম্বর, সোমবার বিকালে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত: