ঢাকা,শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

সাবেক এমপি জাফরকে হারিয়ে

চকরিয়ায় ফজলুল করিম সাঈদি বিপুল ভোটে পুনরায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

এম.জিয়াবুল হক, চকরিয়া ::
আজ মঙ্গলবার ২১ মে অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ নেতা ও ক্রীড়া সংগঠক ফজলুল করিম সাঈদি পুনরায় বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভার ১১৪টি ভোট কেন্দ্রে ভোট গননা শেষে শেষে গতকাল রাত আটটার দিকে চকরিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে ফলাফল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ইরফান উদ্দিন, উপজেলা কৃষি অফিসার এসএম নাছিম হোসেন এবং নির্বাচনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাচনে চারজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করলেও ভোটের ফলাফলে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল করিম সাঈদি (দোয়াত কলম) প্রতীকে ৫৯৯৫৩ ভোট পেয়ে পুনরায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম হয়েছেন সাবেক এমপি জাফর আলম। তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫৮২৮২ ভোট।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা  মো.ফখরুল ইসলাম চকরিয়া নিউজকে বলেন, উপজেলার ১১৪টি ভোট কেন্দ্রে গতকাল সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট উৎসব চলে। এতে কোথাও কোনধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বেশিরভাগ কেন্দ্রে সকালের দিকে ব্যাপক নারী পুরুষ ভোটারের উপস্থিতি ছিল। তবে দুপুরের পর তপ্ত রোধে ভোটার আগমনে কিছুটা ধীরগতি দেখা যায়।

তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে একজন জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট ও ১৯ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের তত্ত্বাবধানে ১১৪ ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই হাজার সদস্য এবং ২২০০ জন নির্বাচনী কর্মকর্তা সুচারুভাবে দায়িত্ব পালন করেছেন।

এদিকেে আজ রাত সাড়ে দশটার দিকে চকরিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের ভোটের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও ফখরুল ইসলাম।

ঘোষিত বেসরকারি ফলাফলে জাহানারা পারভীন (হাস প্রতীক) মহিলা ভাইস চেয়ারম্যান ও বেলাল উদ্দিন শান্ত (তালা প্রতীক) চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

পাঠকের মতামত: