ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় প্রবারণা পূর্নিমা উৎসবে ৫১৭ পরিবারে প্রধানমন্ত্রীর উপহার

লাবণ্য রাণী. পূজা, নিজস্ব প্রতিবেদক ::
প্রতিবছরের ন্যায় এবারেও অনুষ্টিত বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্নিমা উৎসব’ ২০১৮, উপলক্ষে চকরিয়ায় বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি পরিবারে ৩ হাজার টাকা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।
আজ রবিবার ২১ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় অনুষ্টিত শুভেচ্ছা উপহারের নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত।
অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
বিশেষ অতিথি ছিলেন- চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মহাসচিব সুপ্ত ভূষণ বড়ুয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফেরদৌসি জাহান দীপ্তি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জুবায়ের হাসান, চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউসার উদ্দিন কচির প্রমূখ। চকরিয়ার বৌদ্দ সম্প্রদায়ের ৫১৭টি পরিবারে ৩ হাজার টাকা করে ১৫ লক্ষ ৫১ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

পাঠকের মতামত: