ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

চকরিয়ায় প্রতিদিন জোয়ার উল্লাস!!! ওরা কারা? প্রশাসন জবাব দিবেন কি?

মনির আহমদ, চকরিয়া ::
প্রতিবন্ধীদের কল্যাণে দৈনিক উল্লাস কুইজ ড্র নামে কক্সবাজার জেলার গ্রাম-শহরের অলিগলিতে অটো রিক্সায় ঘুরে ঘুরে ২০ টাকার বিনিময়ে পুরুস্কারের নামে জোয়া র ব্যবসা জুটিয়েছে একদল লোক। টিকিট বিক্রেতার কাছে জানতে পারলাম, চকরিয়া উপজেলা প্রশাসনের নামে আয়োজিত প্রতিবন্ধীদের শিল্পপণ্য মেলা চলছে উপজেলা ফুটবল মাট দখল করে। দৃষ্টি প্রতিবন্ধীদের কল্যাণের কথা বলে তারা টিকিট বিক্রির স্টল বসিয়ে চালাচ্ছে  রেফেল জোয়ার আসর, আরো জানতে পারলাম, তারা প্রতিদিন প্রায় ১০০ টি টমটম ও সিএনজি গাড়ি ভাড়া করে লক্ষাধিক টিকিট বিক্রিয় করে হাতিয়ে নিচ্ছে দৈনিক ২০লক্ষাধিক টাকা।  এক প্রশ্নে জানতে জানা যায়, চকরিয়া পৌর এলকার সর্বত্র, লামা, আলিকদম, ঈদগা, রামু, পেকুয়া বদরখালী, মহেশখালী, হারবাং, আজিজ নগর ইত্যাদি জায়গায় এ টিকিট বিক্রী করছে। এখন প্রশ্ন হচ্ছে – যদি উপজেলা ভিত্তিক মেলা উৎসব হয়? তাহলে সারা কক্সবাজার-বান্দরবান এলাকায় কিভাবে টিকিট বিক্রী করছে ? তাদের কি উক্ত প্রশাসন কি এইসব এলাকায় ব্যবসা চালানোর অনুমতি দিছে??  এবং  লক্ষ লক্ষ টাকা সাধারণ মানুষদের থেকে হাতিয়ে নিচ্ছে পুরুস্কারের নাম করে এই জবাব বা কে দিবে? কিংবা এতো পরিমাণ লাউড সাউন্ড ব্যবহার শব্দ দূষণের জন্য তাদেরকে কে দায়ী করবে?
এসব বিষয়ে প্রশাসন জবাব দিবেন কি? তাই জরুরী ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।

পাঠকের মতামত: