ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় প্রতারণা মামলার আসামী বাবুল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে আবু মো.মোজাফফর বাবুল (৪২) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে থানার এসআই অপু বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আবু মো.মোজাফফর বাবুল উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা এলাকার মৃত মোস্তাক আহমদের ছেলে।

চকরিয়া থানার এসআই অপু বড়ুয়া বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাহারবিল এলাকা থেকে বাবুলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ৬ -৭ টি চেক প্রতারণা মামলা রয়েছে এবং বেশ কয়েকটি মামলায় সাজা রয়েছে। সে দীর্ঘদিন পলাতক ছিলো।

চকরিয়া থানার ওসি মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, বাবুল একজন চিহ্নিত প্রতারক। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় আদালত কর্তৃক সাজা রয়েছে। তাকে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: