নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: চকরিয়া উপজেলার প্রজন্ম মন্ডলের কৃতি সন্তানদের নিয়ে মন্ডল-১৯ পালন লক্ষ্যে এক গুরুত্বপুর্ণ আলোচনা গতকাল রবিবার, বিকাল ০৩ ঘটিকায় মন্ডল মেলা পরিষদের কার্যকমিটির কমিটির সভাপকি চকরিয়া উপজেলা পরিষদের সরকারি বাসভবনে মন্ডল মেলা পরিষদের চেয়ারম্যান মীর কামালের সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে। মন্ডল মেলা পরিষদের সদস্য সচিব আবসার উদ্দিন মাহমুদের সঞ্চালনায় অনুষ্টিত সভায় মতামত প্রদান গুরুত্বপূর্ন আলোচনা করেন মন্ডল মেলা১৯ পরিষদের কো-চেয়ারম্যান মাওলানা আনোয়ারুল আলম কোম্পানী , আর রায়েদ মাদ্রাসা পরিচালক ফয়জুল্লাহ আনোয়ার, মেলা পরিচালনা কমিটির সহ সদস্য সচিব এডভোকেট ওমর ফারুক, ব্যাংকার শাকের উল্লাহ, চকরিয়া নিউজ সম্পাদক জহিরুল ইসলাম, অর্থ সচিব মামুনুর রশিদ মামুন, সম্মানিত সদস্য মৌলানা মোঃ রাকেব হাসান, মেলা কমিটির সদস্য ও অভ্যর্থনা উপকমিটির আহবায়ক এমএ রাশেদ, সদস্য হেলাল উদ্দিন হেলাল, জিন্নত আলী মেম্বার, অর্থ উপকমিটির আহবায়ক নুরুস শফি, যুব উপকমিটির আহবায়ক নবাব মিয়া, শোভাযাত্রা উপকমিটির সদস্য সচিব এখলাচুুর রহমান, মঞ্চ উপকমিটির আহবায়ক রুবেল কবির রবু, প্রচার উপকমিটির সদস্য সচিব মহি উদ্দিন।
সভায় গৃহীত সিদ্ধান্ত মতে মন্ডল মেলা ২৭ ডিসেম্বরের পরিবর্তে আগামী-৩রা জানুয়ারি ২০, শুক্রবার সারাদিন বিভিন্ন অনুষ্টান চলবে। । মন্ডল মেলার উদ্ভোধক হিসেবে থাকবেন- কক্সবাজার সদর-রামু আসেনর সাংমদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, এমপি। প্রধান অতিথি-আলহাজ্ব জাফর আলম বিএ অনার্স এমএ, এমপি। বিশেষ অতিথি-আবু রেজা নদভী, এমপি। সংবর্ধিত অতিথি হিসেবে রয়েছেন-আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চেয়ারম্যান চকরিয়া উপজেলা পরিষদ।এছাড়া মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে রয়েছে ঢাকা থেকে আগত কলরব শিল্পী গোষ্টি।
পাঠকের মতামত: