এম.জিয়াবুল হক, চকরিয়া ::
চকরিয়া পৌরসভার ঘনশ্যাম বাজার জামে মসজিদের খতিব প্রখ্যাত আলেম মাওলানা আবদুর রশিদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।)। সোমবার রাত ৩টা ১৫ মিনিটে চট্রগ্রামের সিএসসিআর হাসপাতালে ইন্তেকাল করেন। তার বাড়ি চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তরছপাড়া গ্রামে। মুত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
গতকাল মঙ্গলবার বকাল ৪ টায় ঘনশ্যামবাজার জামে মসজিদ মাঠে এবং বিকেল সাড়ে ৫ টায় তরছপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্টিত হয়। পরে তাকে স্থানীয় মসজিদ কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুম মাওলানা আবদুর রশিদ চকরিয়া পৌরসভার তরছপাড়া এবতেদায়ী মাদ্রাসার সুপার এবং চকরিয়া ক্যাডেট মাদরাসার ডিরেক্টর হিসেবে দায়িত্বে ছিলেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন তিনি। এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ক্রীড়া সংগঠক ফজলুল করিম সাঈদী, পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ মকছুদুল হক মধু প্রমুখ। #
পাঠকের মতামত: