ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

চকরিয়ায় পৌর কাউন্সিলর রেজাউলসহ ৪জনের বিরুদ্ধে জমি দখল ও ৪লাখ টাকা প্রতারণার অভিযোগ আদালতে

rejaukজহিরুল আলম সাগর, চকরিয়া ::

চকরিয়া পৌরসভা ২নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম সহ ৪জনের বিরুদ্ধে নিরীহ পরিবারের জমি জবর দখল ও ৪লাখ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। এনিয়ে ভুক্তভোগী পরিবার আদালতে নালিসি মামলা দায়ের করেছে।

অভিযোগে জানাগেছে, চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ডের কোচপাড়া এলাকার মৃত বাদশা মিয়ার পুত্র মোহাম্মদুল হক মনু দীর্ঘদিন ধরে কৈয়ারবিল ৭নং ওয়ার্ড ইসলামনগর দরগাহপাড়ায় জমি ক্রয় করে পরিবার নিয়ে বসবাস করছেন। কিন্তু তার ওই জমির প্রতি লুলোপদৃষ্টি পড়ে স্থানীয় দখলবাজদের। এরই ধারাবাহিকতায় উপজেলার কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা গ্রামের নাছির উদ্দিন সওদাগরের ছেলে আশরাফুল ইসলাম হিরু, লক্ষ্যারচর ইউনিয়নের রুস্তম আলী চৌধুরী পাড়া গ্রামের মৃত বাহাদুর মিয়ার পুত্র ওসমান প্র: দাদা ওসমান, পৌরসভা ২নং ওয়ার্ডের হালকাকারা এলাকার মৃত আবদুল গনি’র পুত্র পৌর কাউন্সিলর রেজাউল করিম ও লক্ষ্যারচর রুস্তম আলী চৌধুরী পাড়া গ্রামের মো: কালুর পুত্র মো: বেদার সহ অজ্ঞাত ১৫/২০জন অস্ত্র শস্ত্র নিয়ে মো:হক মনু’র মালিকানাধীন ভোগ দখলীয় ওই জমি জবর দখলে নেয় এবং গাড়ী ব্যবসার নগদ ৭৭হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে ৩শত টাকার খালি স্ট্যাম্পে জোর পূর্বক স্বাক্ষর আদায় করে। পরে ওই ঘটনায় পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীর কাছে নালিস দায়ের করলে পৌর মেয়র চলতি বছরের ১৯জুন অভিযুক্তদেরকে জমির পরিবর্তে ৮লাখ টাকা পরিশোধ করার নির্দেশ দেন। ওই সময় মো: হক মনুকে ৪লাখ টাকার একটি চেক দিলেও অবশিষ্ট ৪লাখ টাকা পরিশোধ না করে প্রতারণার আশ্রয় নিয়েছেন।

এঘটনায় ভুক্তভোগী পরিবারের মোহাম্মদুল হক মনু বাদী হয়ে গত ১০অক্টোবর’১৬ইং অভিযুক্ত ৪জন সহ অজ্ঞাত ১৫/২০জনের বিরুদ্ধে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নালিসি মামলা (নং সিআর ১০৯৭) দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে চকরিয়া পৌরসভার মেয়রকে আগামী ৯ফেব্রুয়ারী’১৭ইং তারিখের মধ্যে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। বর্তমানে ভুক্তভোগী পরিবারকে নানাভাবে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এনিয়ে উর্ধ্বন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।###

পাঠকের মতামত: