ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

চকরিয়ায় পৌরসচিবের অফিসে তালা দেয়ার প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের নিন্দা ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::   চকরিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুজিবুল হক মুজিব ও বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারি সার্ভিস এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উপদেষ্ঠা চকরিয়া পৌরসভার সচিব মাস-উদ মোরশেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে পৌরসচিবের অফিস কক্ষে কাউন্সিলর মুজিবুল হক মুজিব তালা লাগিয়ে দেয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চকরিয়া পৌরসভা কর্মকর্তা-কর্মচারি সার্ভিস এসোসিয়েশন। গতকাল মঙ্গলবার অনভ্রিপেত এ ঘটনার জেরে প্রতিবাদ নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে সংগঠনের সকলস্তরের নেতৃবৃন্দ। সভায় এ ধরণের ঘটনা যাতে আগামীতে না ঘটে সেইজন্য সবাইকে দায়িত্বশীল ভুমিকা পালনের আহবান জািিনয়েছেন।

চকরিয়া পৌরসভা কর্মকর্তা-কর্মচারি সার্ভিস এসোসিয়েশনের পক্ষথেকে এ ঘটনায় বিবৃতি দিয়েছেন সংগঠনের উপদেষ্ঠা প্রকৌশলী মুজিবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মৃনাল কান্তি ধর, ডা. মো. লোকমান, হিসাব রক্ষণ কর্মকর্তা সফায়াত হোসেন, প্রশাসনিক কর্মকর্তা ছৈয়দুল হক আজাদ, বস্তি উন্নয়ন কর্মকর্তা রেহেনা আক্তার রানু, পৌরসভা কর্মকর্তা-কর্মচারী সার্ভিস এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক ও কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক চকরিয়া পৌরসভার নকশাকার (ভারপ্রাপ্ত) আবু রাশেদ মোহাম্মদ জাহেদ উদ্দিন, বাজার পরিদর্শক বশির আহমদ, কর আদায়কারী জহিরুল মওলা, চকরিয়া পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি ও প্রধান সহকারী মোস্তাক আহমদ, সাধারণ সম্পাদক ও কর আদায়কারী আরিফুল মোস্তফা, কর নির্ধারক ফরিদ আহমদ, উচ্চমান সহকারী ওসমান গনী, বিল্ডিং পরির্দশক রাজিফ চৌধুরী, স্যানিটারী পরির্দশক হায়দার আলী, পরিচ্ছন্ন পরিদর্শক আবুল কালাম, কার্য সহকারী শফিকুল হক, সার্ভেয়ার নুরুচ্ছমত, সহকারী কর আদায়কারী নুরুল আবছার মানিক, এমরানুল হক, রাকিব, ছলিম উল্লাহ, আদায়কারী রাশেদ কামাল, জানে আলম, মৌলানা রিদুয়ানুল হক, অফিস সহকারী আবদুল হামিদ, ঠিকাদান সুপার ভাইজার নাজেম উদ্দিন, হিসাব সহকারী কুদ্দুস, ঠিকাদানকারী চম্পক দত্ত, আবদুল লতিফ, মিনহাজ উদ্দিন, রফিক আহমদ, রুবি, বিদ্যুৎ লাইনম্যান ফরিদুল আলম, সহকারি রফিকুল আলম, চেইনম্যান সফিকুল কাদের, অফিস সহায়ক আলী আকবর, খোকন চৌধুরী, শফিকুল কাদের, শাহাব উদ্দিন, নুরুল আমিন, চালক জিয়াউর রহমান, রুবেল, মাহামুুদুল করিম, জোবাইর, নুরুল আবছার, নৈশ প্রহরী হারুণুর রশিদ প্রমুখ কর্মকর্তা-কর্মচারি।

পৌরসভা কর্মকর্তা-কর্মচারী সার্ভিস এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক ও কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নকশাকার (ভারপ্রাপ্ত) আবু রাশেদ মোহাম্মদ জাহেদ উদ্দিন বলেন, ‘সাংগঠনিক ও অফিসের কাজে আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। দুইপক্ষের ভুল বুঝাবুঝির জেরে পৌর সচিবের অফিসকক্ষে তালা লাগিয়ে দিয়েছে বলে শুনেছি। এ ধরণের ঘটনা কারো জন্য মঙ্গলজনক নয়। আশাকরি আগামীতে সবাই এ ধরণের কাজ থেকে বিরত থাকবে, সবস্থান নিশ্চিত করবে। #

পাঠকের মতামত: