নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় ট্রাফিক পুলিশ বক্সের ভেতরে ঢুকে হামলা চালিয়েছে এক দল সন্ত্রাসী। আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা পৌর শহরের চিরিঙ্গা পুরাতন বাস স্টেশনে এ ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসী হামলায় শহর ট্রাফিক পুলিশের সার্জেন্ট ফেরদৌস আলম চৌধুরী আহত হয়েছেন। তিনি উপজেলা স্বাস্থ্য্র কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে পুলিশ বক্স সংলগ্ন মো. বেলাল নামে এক পানের দোকানদারকে গাঁজা ব্যবসায়ী মনছুর আলমের নেতৃত্বে তার স্ত্রী হাছিনা বেগম, বড় ভাই আশেক আহমদ, হাবিব উল্লাহ, আমান উল্লাহ লাঠিসোটা নিয়ে অতর্কিত মরাধর করে। এ সময় তিনি মারধর থেকে বাঁচতে পাশে থাকা ট্রাফিক পুলিশ বক্সে আশ্রয় নেন। পুলিশ তাতে বাঁধা দিলে তারা পুলিশকেও মারধর করে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সন্ত্রাসীরা পুলিশ বক্সের আশেপাশে গাঁজা ব্যবসা করে। তাদের বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে।
চকরিয়া পৌরশহরের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মশিউর রহমান বলেন, পুলিশ বক্সে সন্ত্রাসী হামলায় সার্জেন্ট আহতের বিষয়টি শুনেছি। এ ব্যাপারে থানার ওসিকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
পাঠকের মতামত: