ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে মামলার সাজাপ্রাপ্ত ৫ আসামি গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধি ::

চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে নারী নির্যাতনসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পুলিশের তিনটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামিরা হলেন চকরিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের পুকপুকুরিয়া এলাকার নজির আহমদের ছেলে হোছেন আহমদ (৪৫), শামশুল আলম (৪০) ও নুরুল আবছার (৪২)। তাদের বিরুদ্ধে চকরিয়া নিরর্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতের পরোয়ানা রয়েছে। থানার এএস আই সাজু প্রদাপ দাশের নেতৃত্বে পুলিশের একটিদল ফাসিঁয়াখালী ইউনিয়ানের দিগরপানখালী এলাকার মৃত বদরুদোজ্জার ছেলে আবদুল আজিজকে (৪০) গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে তাঁর বিরুদ্ধে বাড়ী ভাংচুর ও লুটপাটের অভিযোগে দুইটি মামলা রয়েছে।

পুলিশের অপর অভিযানে থানার এএসআই আকবর মিয়ার নেতৃতে পুলিশের একটিদল উপজেলার কোনাখালী ইউনিয়ানের সাদের ঘোনা এলাকা থেকে নারী নির্যাতন মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী আলাউদ্দীন খোকনকে (৩২) গ্রেফতার করেছেন। খোকন ওই এলাকার আবদুল মালেকের ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশদল বিভিন্ন মামলার ৫ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আদালতের পরোয়ানা রয়েছে।

পাঠকের মতামত: