ঢাকা,সোমবার, ১১ নভেম্বর ২০২৪

চকরিয়ায় পুলিশের অভিযানে এক রাতেই ২৪ আসামী গ্রেপ্তার

এম.মনছুর আলম, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় উপজেলার কাকারা ও সুরাজপুর-মানিকপুর  ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে এক রাতেই  পরোয়ানাভুক্ত ২৪জন বন মামলার আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত সকলেই বন মামলার আদালতের পরোয়ানাভুক্ত আসামী। রবিবার ২৮জানুয়ারী দিবাগত রাত ১২টা থেকে সোমবার ভোর রাত ৫টা পর্যন্ত উপজেলা দুইটি ইউনিয়নের মধ্যে অভিযান চালিয়ে এসব আসামীদের গ্রেপ্তার করা হয়।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.মিজানুর রহমান এ প্রতিবেদককে বলেন,কক্সবাজার জেলা পুলিশ সুপার ড.ইকবাল হোসেনের নির্দেশে রবিবার দিবাগত রাতে ও সোমবার ভোররাতে বিশেষ অভিযান চালানো হয়েছে। এতে উপজেলার দুইটি ইউনিয়নে স্থানীয় চেয়ারম্যান সহয়তায় এক রাতেই আদালতের পরোয়ানাভুক্ত বন মামলার ২৪আসামীকে পুলিশ গ্রেপ্তার করেছে।ধৃত আসামীদের প্রত্যেক জনের কাছে একটি মামলার অধিক বন মামলা রয়েছে।

বিশেষ অভিযানের ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিশেষ অভিযানের অংশ হিসেবে আদালতের পরোয়ানাভুক্ত আসামী গ্রেপ্তার করতে  রবিবার দিবাগত রাতে ও সোমবার ভোররাত পর্যন্ত আমার নেতৃত্বে একটি টিম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, উপ পরিদর্শক (এসআই) তানভীর আহমদ, উপ পরিদর্শক (এস আই) মো.আবদুল খালেক, এ এস আই জুয়েল রায় ও এ এস আই আকবর মিয়া নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে পৃথক টিম অভিযান চালিয়ে কাকারা ও সুরাজপুর-মানিকপুর দুই ইউনিয়নে বন মামলার পরোয়ানাভুক্ত পালাতক ২৪জন আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ধৃত এসব আসামীদেরকে সোমবার দুপুরে আদালতের মধ্যে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

পাঠকের মতামত: