ঢাকা,শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া  ::
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় বাড়ির পাশে পুকুরে ডুবে সাবরিনা হক হাবিবা (২) নামের এক শিশু কন্যার করুণ মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল আনুমানিক তিনটার দিকে ঘটেছে এ ঘটনা। নিহত শিশু হাবিবা ফাসিয়াখালী ইউনিয়নের নোয়াপাড়া এলাকার বাসিন্দা ও স্থানীয় ছাইরাখালী প্রিমিয়ার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফেজ হাফিজুল হকের মেয়ে।
পরিবারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন। তিনি বলেন, গতকাল বিকাল তিনটার দিকে বাড়ির উঠানে খেলা করছিলেন। একপর্যায়ে পরিবার সদস্যদের অগোচরে শিশু হাবিবা হেঁটে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে পরিবার ও প্রতিবেশি লোকজন পুকুর থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে।

পাঠকের মতামত: