ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

চকরিয়ায় পরিবারের ৩জনকে কুপিয়ে জখম মেম্বারসহ ৬জনের বিরুদ্ধে আদালতে মামলা

mamla-300x160এম.জিয়াবুল হক, চকরিয়া :::

চকরিয়ায় সীমানা বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের চাচা ও মহিলাসহ ৩জনকে পিটিয়ে গুরুতর আহত করলেন ভাতিজা ইউপি মেম্বারসহ সহযোগিরা। উপজেলার বিএমচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পাহাড়ীয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় ভাতিজা ইউপি সদস্যসহ ৬জনের বিরুদ্ধে ৩০জানুয়ারী চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছে চাচা সিরাজুল ইসলাম (৫৪)।

মামলার আর্জি ও আক্রান্তদের অভিযোগে জানা গেছে, বিএমচর পাহাড়ীয়াপাড়া গ্রামের মৃত তৈয়ম গোলালের পুত্র সিরাজুল ইসলাম গং পৈত্রিক জমিতে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসতভিটা সহকারে ভোগ দখল করে আসছেন। সম্প্রতি তার ভাই কবির আহমদের পুত্র জয়নাল আবদীন (৮নং ওয়ার্ড এমইউপি) ভাড়াটিয়া লোক জড়ো করে সর্বশেষ শনিবার দুপুরে ভাতিজা মৌলভী জয়নাল আবেদীন মেম্বার, তার সহযোগি ৯নম্বর ওয়ার্ডের মেম্বার আবদুল হামিদ ও পরিষদের চৌকিদারদের নিয়ে বসতভীটার জমি দখলে হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয়েছে চাচা সিরাজুল ইসলাম, দলিলুর রহমান (৬২), চাচী মাহফুজা বেগম (৪২)। স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে মাহফুজা বেগমকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সময় হামলাকারীরা বাড়িতে ঢুকে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। ঘটনার সময় ব্যবসায়ীক নগদ ৭০হাজার টাকা, ১লাখ ৩০হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ও ভাংচুরে ৫০হাজার টাকার ক্ষতি সহ ব্যাপক লুটপাট চালিয়েছে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত করা হয়েছে জয়নাল আবদীন এমইউপি, নজির আহমদ, আবদুল হামিদ এমইউপি, রফিকুল ইসলাম এমইউপি, জাহাঙ্গীর আলম ও নুরুজ্জামানসহ অজ্ঞাত ৪-৫জনকে। আদালত অভিযোগ আমলে নিয়ে চকরিয়া থানার ওসিকে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

পাঠকের মতামত: