নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
চকরিয়ার হারবাংয়ে নিজস্ব ভবনে যাত্রা শুরু হয়েছে সংস্কৃত কলেজের। শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে চকরিয়া সংস্কৃত কলেজের উদ্বোধন করেন সংসদ সদস্য জাফর আলম। এসময় তিনি বলেন, সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সংস্কৃত কলেজ। তিনি বলেন-পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই।
চকরিয়া সংস্কৃত কলেজের সভাপতি সুদাম কান্তি দাশের সভাপতিত্বে অনুস্টিত অনুস্টানে মহান অতিথি ছিলেন-বাংলাদেশ সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ডের উপ-সচিব অসীম চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংস্কৃতি ও প্রাচ্য বিদ্যা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মিলন চন্দ্র দেবনাথ, চকরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র ও সংস্কৃত কলেজের প্রতিষ্ঠাতা ও চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ।
অনুস্টান পরিচালনা করেন চকরিয়া সংস্কৃত কলেজের অধ্যক্ষ সুধীর দাশ। সংস্কৃত কলেজের প্রতিষ্ঠাতা তপন কান্তি দাশ জানান-বর্তমানে এই কলেজে ১০০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। হাবরাং শিব পাহাড় এলাকায় ওনার ব্যক্তিগত অর্থায়নে ১২ শতক জায়গা ক্রয় করে কলেজটির নিজস্ব ভবন তৈরি করা হয়।
পাঠকের মতামত: