ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় নিখোঁজের তিন দিন পর পুকুরে ভাসমান বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়ায় নিখোঁজের তিন দিন পর পুকুরে ভাসমান অবস্থায় আবদুল কাদের (৫৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের মৃত আলী মিয়ার ছেলে।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুর দেড়টায় উপজেলার বরইতলী ইউনিয়নের একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী।

তিনি বলেন, স্থানীয়রা খবর দিলে পুকুর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা বলছে, নিহত আবদুল কাদের মানসিকভাবে ভারসাম্যহীন। গত ৪ ডিসেম্বর ফজরের নামাজের জন্য বের হওয়ার পর তিনি নিখোঁজ হন।

 

পাঠকের মতামত: