ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

চকরিয়ায় নবনির্মিত একতলা বাড়ির ছাদ থেকে পড়ে শিশু নিহত

সুনীপ দাশ সৌরভ, চকরিয়া ঃ  কক্সবাজারের চকরিয়ায় নবনির্মিত বাড়ির ছাদে উঠে পরিবার সদস্যরা। এ সময় একাধিক শিশুও ছিল। তন্মধ্যে এক শিশু খেলার ছলে অন্যদের অগোচরে পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যায়। এতে শিশুটি গুরুতর আহত হলে প্রথমে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শারিরিক অবনতি হলে আজ সন্ধ্যা সাতটার দিকে নিয়ে যাওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ সময় সরকারি হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।

এর আগে আজ শুক্রবার দুপুরে উপজেলার হারবাং ইউনিয়নের হারবাং বাজারপাড়ার জনৈক শাহ আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুর নাম নাহিদা বেগম (১২)। সে শাহ আলমের কন্যা।

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আজ সন্ধ্যা সাতটার দিকে শিশুটিকে মৃত অবস্থায় নেওয়া হয়। এ সময় পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়।

হারবাং ইউনিয়ন পরিষদ মো. মিরানুল ইসলাম জানান, হারবাং বাজারপাড়ার বাসিন্দা শাহ আলমের নবনির্মিত একতলা বাড়ির ছাদের ওপর থেকে শিশুটি পড়ে গিয়ে মারা যায়।

চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটিকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মুজিববর্ষ উপলক্ষে ঢেমুশিয়ায় ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচী

সুনীপ দাশ সৌরভ, চকরিয়া ঃ

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সারাদেশের ন্যায় কক্সবাজারের চকরিয়ার সাংগঠনিক মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নেও বৃক্ষরোপন কর্মসূচী চালিয়েছে স্থানীয় ছাত্রলীগ।

মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির চৌধুরীর দিক-নির্দেশনায় ঢেমুশিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা রুহুল কাদেরের নেতৃত্বে ও সার্বিক তত্ত্বাবধানে ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্কুল মাঠ, গ্রামীণ সড়কের পাশে এই বৃক্ষরোপন কর্মসূচী পালন করেন। আজ শুক্রবার সারাদিন তারা বৃক্ষরোপনের এই কর্মসূচী চালান। তারা একদিনেই রোপন করেন বিভিন্ন প্রজাতির কয়েকশ চারা।

এ সময় উপস্থিত ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রলীগ নেতা কফিল উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ নূর তুষার, উচ্চ বিদ্যালয় সভাপতি আরিফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগ নেতা রিদুয়ানুল ইসলাম, ২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. সিফাত, সাধারণ সম্পাদক মো. ইমন, ৩নং ওয়ার্ড সভাপতি মো. সোহেল, সাধারণ সম্পাদক সাইনূর প্রমূখ নেতৃবৃন্দ।

পাঠকের মতামত: