ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর খোঁজ মেলেনি ৪ দিনেও

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

আসমাউল হোসনা (৯) নামে এক শিক্ষার্থীর খোঁজ মেলেনি ৪ দিনেও। সে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর এলাকার মো. ওসমান গণির মেয়ে। রামপুর জামিয়া ফাতিমা মহিলা মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সে।

নিখোঁজ হোসনার বাবা ওসমান গণি জানান, তাঁর মেয়ে একবছর ধরে মাদরাসার হোস্টেলে থেকে পড়ালেখা করছে। প্রতিদিনের মতো গত ৩ সেপ্টেম্বর বিকেল পাঁচটার দিকে মাদরাসার মাঠে খেলাধুলা করার পর সে আর হোস্টেলে ফেরেনি। এর পর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও মেয়ের কোনো সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন ৩ সেপ্টেম্বর রাতে।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছির আরাফাত বলেন, ‘নিখোঁজ শিক্ষার্থীর হাতে কোনো মোবাইল নেই। তাই দ্রুত শনাক্ত করা যাচ্ছে না মেয়েটির অবস্থান। এর পরও সম্ভাব্য সব সূত্র ধরে তাকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।’

পাঠকের মতামত: