প্রেস বিজ্ঞপ্তি ::
কক্সবাজারের চকরিয়ায় পাঠকনন্দিত বহুল প্রচারিত বৃহতর চট্টগ্রামের গণমানুষের দৈনিক সাঙ্গু’র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজন মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে।
সোমবার (১ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুম “মোহনা” মিলনায়তনে কেক কেটে দৈনিক সাঙ্গু’র ঊনিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
দৈনিক সাঙ্গু’র চকরিয়া প্রতিনিধি এম.মনছুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ। এতে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজারের জৈষ্ঠ্য সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) তফিকুল আলম, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের, চিরিংগা ইউপি চেয়ারম্যান আলজাজ্ব জসিম উদ্দিন, উপজেলা এনজিও সমন্বয়ক মোহাম্মদ নোমান, আইএসডি উপজেলা সমন্বয়ক মো.গিয়াস উদ্দিন, চকরিয়া ইউপি সচিব সমিতির সভাপতি ফয়সাল উদ্দিন আহমদ, ডুলাহাজারা ইউপি সচিব হুমায়ুন কবির, চকরিয়া সূর্যের হাসি ক্লিনিক ম্যানেজার মামুনুল হক, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী কারুজ্জামান সোহেল, উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক আজিজুল হক।
এসময় চকরিয়ায় কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি রফিক আহমদ, দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি এম.রায়হান চৌধুরী, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মো.মনজুর আলম, দৈনিক করতোয়া জেলা প্রতিনিধি এম.আলী হোসেন, দৈনিক আলোকিত সকাল জেলা প্রতিনিধি এম.রিদুয়ানুল হক, দৈনিক রূপালী সৈকত প্রতিবেদক জিয়াউল হক জিয়া ও দৈনিক একুশের সংবাদ প্রতিনিধি আবদুল হামিদ, উপজেলা টেকনেশিয়ান (আইসিটি) এরশাদুল হকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত: