ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় দুর্যোগ মন্ত্রণালয়ের ইজিপিপি প্রকল্পের কাজ পরিদর্শনে ইউএনও

কক্সবাজারের চকরিয়ায় মাঠ পর্যায়ে চলমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ইজিপিপি প্লাস প্রকল্পের কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান। ইউএনও হিসেবে দায়িত্ব নেয়ার পরেই তিনি প্রথমবারের মতো মাঠ পর্যায়ে কাজের অগ্রগতি পরিদর্শনে যান।
আজ রোববার (১ডিসেম্বর) দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে চলমান ইজিপিপি প্লাস প্রকল্পের কাজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলীপ দাস, উপ-সহকারী প্রকৌশলী মামুন শেখ, বিএনপি নেতা মোছলেম উদ্দিন মোস্তাকসহ স্থানীয় গণ্যমান্য বিভিন্ন ব্যক্তিবর্গ।

পরিদর্শনকালে ইউএনও আতিকুর রহমান সাংবাদিকদের জানান, স্থানীয় জনগোষ্ঠীর গ্রামীণ অর্থনীতি ও অবকাঠামো উন্নয়ন সচল রাখার পাশাপাশি কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখবেন দুর্যোগ মন্ত্রণালয়ের ইজিপিপি প্লাস প্রকল্প। দেশের গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণসহ মাটি দ্বারা উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিত করতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।

তিনি আরো বলেন, চকরিয়া উপজেলায় যে সব ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে চলমান ইজিপিপি প্লাস প্রকল্পের কাজ চলছে তা সরজমিনে অগ্রগতি পরিদর্শন করা হয়েছে বলে তিনি জানান।

পাঠকের মতামত: