ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

চকরিয়ায় দুই মারমা তরুণীর ইসলাম গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::  চকরিয়ায় ইসলাম ধর্মের রীতি-নীতির প্রতি আকুষ্ট হয়ে দুই জন অমুসলিম পারিবারের ষোড়শী কন্যা এফিডেভিটমুলে পবিত্র ইসলাম ধর্ম গ্রহন করেছেন। চকরিয়া পৌরশহরের পালাকাটাস্থ লাল মিয়া সওদাগর পাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুর রহিম রাশেদীর মাধ্যমে পবিত্র কালেমা শরীফ পাঠ করে ওই দুই তরুনী ইসলাম ধর্মে দীক্ষিত হন।

ইসলাম ধর্ম গ্রহনকারি ওই দুই মহিলার পূর্বের ধর্ম ছিল (বৌদ্ধ) মার্মা উপজাতি। তাদের নিজ বাড়ী লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডস্থ হেডম্যান পাড়ায়।

ওই দুই তরুনীর পূর্বে একজনের নাম জাওয়াংমে মার্মানী (২০), (বর্তমান নাম-আয়েশা ছিদ্দিকা) পিতা-মৃত পুচাও মার্মা, মাতা: মৃত ওয়ামাচিং মার্মা। অপর জনের নাম উহ্লায়ই মার্মানী (১৯), (বর্তমান নাম শাহিনা আকতার শাহিনা) পিতা, মংম্রাচিং মার্মা, মাতা: মৃত মাচউ মার্মানী, সাং গজালিয়া হেডম্যান পাড়া, ৪নং ওয়ার্ড, গজালিয়া ইউনিয়ন, থানা- লামা, জেলা-পার্বত্য জেলা বান্দারবান।

সদ্য ধর্মান্তরিত আয়েশা ছিদ্দিকা ও শাহিনা আকতার জানান, ইসলাম ধর্ম গ্রহনে তাদের কেউ উৎসাহ বা প্ররোচিত করেননি, নিজেরাই স্বেচ্ছায় ও স্বজ্ঞানে বুঝে-শুনে ইসলাম ধর্ম গ্রহন করেছেন। তারা আরও বলেন- যে যা-ই বলুক আমরা এখন মুসলিম এবং মুসলিম হিসেবেই স্বাভাবিক জীবন-যাপন করছি।

 

পাঠকের মতামত: