ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

চকরিয়া প্রতিনিধি ::

আগামী ১৮ মার্চ চকরিয়া উপজেলা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে শোডাউনের মাধ্যমে প্রচারণা চালানোর অভিযোগে কক্সবাজারের চকরিয়ায় দুই ভাইস-চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় তাদের কাছ থেকে দশ হাজার করে ২০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত শনিবার বিকালে চকরিয়া পৌর শহরে এ অভিযান চালায়।

জরিমানা আদায়কারী দুই ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বেলাল উদ্দিন শান্ত, জেসমিন হক জেসি চৌধুরী।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত বলেন, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে শোডাউনের মাধ্যমে প্রচারণা চালানোর অভিযোগে চকরিয়া পৌর সদরে দুই ভাইস-চেয়ারম্যান প্রার্থীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দশ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পাঠকের মতামত: