ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

চকরিয়ায় ত্রান ও দূর্যোগ  মন্ত্রনালয় কতৃক ২৫০টি ধর্মীয় প্রতিষ্টানে ২কোটি ৩০লক্ষ টাকার অনুদান 

এম.মনছুর আলম, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় উপজেলার ১৮ ইউনিয়ন ও পৌরসভা এলাকায় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম বিএ(অনার্স) এম এ বিশেষ প্রচেষ্টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রান ও দূর্যোগ  মন্ত্রনালয় হতে বিশেষ বরাদ্ধ প্রাপ্ত অনুদান বিতরণ করা হয়েছে।উপজেলার ২৫০টি মসজিদ-মাদ্রাসা ও মন্দিরের জন্য অনুদান পাওয়া ২ কোটি ৩০ লক্ষ টাকার নগদ বরাদ্ধ প্রাথমিক পর্যায়ে অনুদান ৮জুলাই (রবিবার) বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলা ও পৌরসভাস্থ বিভিন্ন মসজিদ ও ধর্মীয় উপসানালয়ের কমিটির নেতৃবৃন্দের কাছে বিতরণ করা হয়। ত্রান ও দূর্যোগ  মন্ত্রনালয়ের  বিশেষ বরাদ্ধের এ অনুদান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এম এ।ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্টানে অনুদান বিতরনকালে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সহ-সহসভাপতি মোকতার আহমদ চৌধুরী,কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান,ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আমিন, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছারসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, স্ব স্ব ইউনিয়নের জনপ্রতিনিধি, সরকারী-বেসরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য যে,মসজিদ,মাদ্রাসা, মন্দিরসহ প্রতিটি ধর্মীয় প্রতিষ্টানে ত্রান ও দূর্যোগ  মন্ত্রনালয় বরাদ্ধকৃত দুই টন করে (সমপরিমাণ) নগদ ৬০হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।

পাঠকের মতামত: