এম.মনছুর আলম, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে তাছলিমা আক্তার (২৯) নামের তিন সন্তানের এক জননীকে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পালাতক রয়েছে।
মঙ্গলবার (৪আগস্ট) বিকাল ৫ টার দিকে চকরিয়া পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের হাসপাতাল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে নিহতের ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করেছে। নিহত তাছলিমা আক্তার বান্দরবান সদর উপজেলার বাজালিয়া পোয়াং বাজার এলাকার বাবুর্চি নাজিম উদ্দীনের স্ত্রী।
স্থানীয় প্রতিবেশী ও নিহতের পরিবার সূত্রে জানাগেছে, নিহত তাছলিমা আক্তারের স্বামী নাজিম উদ্দীন পেশায় একজন বাবুর্চি। বাবুর্চি ও দিনমজুর কাজ করে কোন রখম সে অভাবের সংসার চালাতো। প্রায় সময় নিহত তাছলিমার সাথে পারিবারিক বিষয় নিয়ে তার ঝগড়া হতো। ঘটনার পূর্বের দিন রাত্রে ও সকালে তার স্বামী বাহির থেকে এসে স্ত্রী তাছলিমার সাথে পারিবারিক বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঘটনার দিন তাকে মারধর করে আঘাত করেছে তার স্বামী। দুপুরের দিকে নিহতের বড় ছেলে আদিলকে ঔষধ কেনার জন্য স্থানীয় ফার্মেসীর দোকানে পাঠায় তার মা তাছলিমা। ছেলের কাছে কোন টাকা-পয়সা না থাকায় মা’য়ের জন্য ঔষধ কিনে আনতে পারেনি ছেলে আদিল। পরে ছেলে আদিল তার মা’কে বলে বাসা থেকে খেলতে বের হয়ে যায়। পারিবারিক কলহের জের ধরে নিহতের স্বামী তার স্ত্রীর গলায় ফাঁস দিয়ে এ হত্যার ঘটনাটি করেছে বলে স্থানীয় এলাকাবাসী ও নিহত তাছলিমা’র বাবা সোলেমান দাবি করেছেন।
স্থানীয়রা আরো জানান, মঙ্গলবার বিকেলের দিকে তার শিশু সন্তানরা তাদের মাকে (তছলিমা) বাসায় গলায ফাঁস লাগানো ঝুলন্তবস্থায় দেখতে পেয়ে কান্নাকাটি করতে থাকলে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে নিহতের বাবা ও ভাইকে খবর দেয়। খবর পেয়ে নিহতের ভাই তার বাসায় এসে স্থানীয়দের সহায়তায় তাকে ঝুলন্তবস্থা থেকে উদ্ধার করে মাঠিতে শুয়ে রাখেন। নিহত তছলিমার লাশ তার স্বামী বাড়িতে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী ঘটনার বিষয়টি দ্রুত থানা পুলিশকে খবর দেয়। ঘটনার খবর পেয়ে চকরিয়া থানার (ওসি) নির্দেশে থানার অপারেশন অফিসার চিরঞ্জীবের নেতৃত্বে এস আই মফিজুর রহমানসহ সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেন।
লাশ উদ্ধার করতে যাওয়া চকরিয়া থানার এস আই মফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার খবর পেয়ে থানার ওসি’র নির্দেশে থানার অপারেশন অফিসারসহ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পালাতক রয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা প্রাথমিক তদন্তে জানা যায়নি। নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।
এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাবিবুর রহমান জানান, তিন সন্তানের এক গৃহবধু আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। থানার এস আই মফিজুর রহমান নিহতের লাশ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট তৈরি করার পর লাশ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই তার মূত্যুর বিষয়টি নিশ্চিত করা যাবে বলে তিনি জানান।
প্রকাশ:
২০২০-০৮-০৫ ১০:৪১:৫৪
আপডেট:২০২০-০৮-০৫ ১০:৪১:৫৪
- সেন্টমার্টিন ভ্রমণে বিধি-নিষেধ প্রত্যাহার দাবিতে কাফনের কাপড় পরে সড়ক অবরোধ
- চকরিয়ায় ঝুলন্ত ফেরিওয়ালার মরদেহ উদ্ধার
- চকরিয়ায় ঝগড়ার জেরে যুবককে ছুরিকাঘাত, চারজন গ্রেফতার
- কুতুবদিয়ায় আলোচিত ৪ হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
- কক্সবাজার সদর মডেল থানার ওসি প্রত্যাহার
- কক্সবাজারের বনে ১২ হনুমান উদ্ধারের ১০ দিন পর ৫৮টি বন্য পাখি উদ্ধার
- আ.লীগ নেতাদের সঙ্গে গায়েবি মামলার আসামি এবি পার্টির নেতা
- শান্তি-শৃঙ্খলা আনতে প্রয়োজন আল্লাহর আইন ও সৎ লোকের শাসন -চকরিয়ায় মাসুদ সাঈদী
- চকরিয়া শহর পরিস্কারের মাধ্যমে গণঅভ্যুত্থানের ১০১ দিবস উদযাপন
- চকরিয়ায় অবৈধ বালু উত্তোলন ও পাচার বন্ধে বনবিভাগের অভিযান, দুইটি ট্রাক জব্দ
- চকরিয়ায় প্যারাবন নিধনের মামলায় আসামি নিরীহ মানুষ
- চকরিয়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
- শান্তি-শৃঙ্খলা আনতে প্রয়োজন আল্লাহর আইন ও সৎ লোকের শাসন -চকরিয়ায় মাসুদ সাঈদী
- কক্সবাজার সদর মডেল থানার ওসি প্রত্যাহার
- চকরিয়ায় সাবেক এমপি জাফর সাঈদি সহ আওয়ামী লীগের ২৮৭ জনের বিরুদ্ধে থানায় নতুন মামলা
- মেরিন ড্রাইভ সড়কে অস্ট্রেলিয়ান নাগরিক নিহত
- চকরিয়ায় সেনাবাহিনীর হাতে নারীসহ তিনজন গ্রেফতার
- চকরিয়ায় আওয়ামিললীগ ক্যাডার নজরুল সিণ্ডিকেটের দখলে ৩০ একর বনভুমি:
- রামুতে ল্যাপটপ পেলেন ৮০ নারী ফ্রিল্যান্সার
- চকরিয়া শহর পরিস্কারের মাধ্যমে গণঅভ্যুত্থানের ১০১ দিবস উদযাপন
- আ.লীগ নেতাদের সঙ্গে গায়েবি মামলার আসামি এবি পার্টির নেতা
পাঠকের মতামত: