এম.মনছুর আলম, চকরিয়া:
হাজার হাজার দর্শকদের করতালী আর খেলোয়াডদের প্রাণবন্ত খেলার মধ্যদিয়ে কক্সবাজারের চকরিয়ায় ঢেমুশিয়া বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আলহাজ্ব জাফর আলম বিএ(অনার্স)এম এ প্রদত্ত পাঁচ ভরি ওজনের গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্টান সম্পন্ন। সোমবার (২৬ফেব্রুয়ারী) ঢেমুশিয়া জিন্নাত আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠ স্টেডিয়ামে উক্ত টুর্ণামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্টান খেলা টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সাহাব উদ্দিন বাট্রুর সভাপতিত্বে অনুষ্টিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এম এ।অনুষ্টানে প্রধান মেহমান ছিলেন,চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বখতিয়ার উদ্দিন চৌধুরী,ঢেমুশিয়া ইউপি সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুস্তম আলী,কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, ঢেমুশিয়া জিন্নাত আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সেলিম আসলাম চৌধুরী সোহেল,বদরখালী পুলিশ ফাঁড়ির আইসি উপপরিদর্শক(এস আই) অরুন কান্তি চাকমা,ঢেমুশিয়া জিন্নাত আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনছারুল হক প্রমূখ।এছাড়াও ফুটবল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্টানে উপস্থিত ছিলেন,চট্রগ্রাম মুক্তিযোদ্ধা ক্লাবের প্রতিষ্টাতা কোচ মাহবুবুল আলম,চট্রগ্রাম মাদক বিরোধী ঐক্য পরিষদের সমন্বয়কারী মো:মোস্তফিজুর রহমান চৌধুরী,ঢেমুশিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান আরছ খাতুন,কোনাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম,ঢেমুশিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ডা:এডিএম রিমন,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলা উদ্দিন,খেলা পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুহুল কাদের।উল্লেখ্য যে,ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন বদরখালী আহমদ কবির ঘাটা ফুটবল একাদ্বশ বনাম ঢেমুশিয়া ফুটবল একাদ্বশ।উক্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বদরখালীস্থ আহমদ কবির ঘাটা ফুটবল একাদ্বশকে ২-০গোলে পরাজিত করে ঢেমুশিয়া ফুটবল একাদ্বশ বিজয়ী হন।##
পাঠকের মতামত: