নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়ায় ঢাকাগামী একটি যাত্রীবাহি বাস থামিয়ে তল্লাশির ৮০০ ইয়াবা বড়িসহ শামসুল হক (৫৪) একব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ২৬ অক্টোবর রাত আনুমানিক সাড়ে দশটার দিকে চকরিয়া থানা পুলিশের একটি দল কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের উপজেলার রিংভং ফরেষ্ট চৌকি এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত শামসুল হক কুমিল্লা জেলার কোতোয়ালি থানাধীন উত্তর ছোটরা এলাকার (জংলী মসজিদের উত্তর পাশে আমির হোসেন বাড়ির) রহমত আলীর ছেলে।
চকরিয়া থানার ওসি (তদন্ত) মো আবদুল জব্বার বলেন, বুধবার রাতে সেন্টমার্টিন পরিবহন নামের একটি যাত্রীবাহি বাসে করে ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিলেন শামসুল হক নামের ওই ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজীব সরকার ও এসআই জামাল উদ্দিন চৌধুরীর সঙ্গীয় পুলিশ দল মহাসড়কে বাসটি থামিয়ে তল্লাশি করে ৮০০ ইয়াবা বড়িসহ শামসুল হককে গ্রেফতার করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ইয়াবাসহ গ্রেফতারকৃত শামসুল হকের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার চকরিয়া থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। গতকাল তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পাঠকের মতামত: