ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

চকরিয়ায় ডাকাত নুরুল আমিন হত্যার ঘটনায় নাছিরউদ্দিনসহ ২৭জনের বিরুদ্ধে মামলা

mamla.faloupচকরিয়া প্রতিনিধি :

চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা এলাকায় ডাকাতের হাতে নিহত নুরুল আমিন হত্যার ঘটনায় ডাকাত নাছির উদ্দিনসহ ২৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গতকাল ৮জুন চকরিয়া থানায় আমিনের মা বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

পুলিশ জানান, বুধবার ভোররাত ৪টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগরঘোনাস্থ বালুচিরা এলাকায় চিংড়িঘেরের আধিপত্য নিয়ে দু’ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে নুরুল আমিন (৩০) নিহত হয়। এসময় উভয় পক্ষের মধ্যে অন্তত ৩০-৪০ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। নিহত নুরুল আমিন চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনার ৫নং ওয়ার্ডের মৃত জহির আহমদের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সুত্রে জানা গেছে, চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনা ও চরণদ্বীপের মৎস্য ঘেরগুলো দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে ডাকাত নুরুল আমিন ও নাসির বাহিনী। এরই জের ধরে বুধবার ভোররাতে দু’ডাকাত দলের মধ্যে গোলাগুলি হয়। এসময় উভয় পক্ষের মধ্যে অন্তত ৩০-৪০ রাউন্ড গুলিবিনিময়ের ঘটনাও ঘটে।

এদিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ৭টায় নুরুল আমিনের মা জাহেদা বেগম (৪৮) বাদি হয়ে একই এলাকার নাছির উদ্দিন সহ ২৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। হত্যার দুইদিন পরও এখনো কোন আসামী গ্রেফতার করতে পারেনি পুলিশ। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের তৎপরতাও দেখা যাচ্ছে না।

চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, আমিনের মা জাহেদা বেগম বাদি হয়ে একটি মামলা করেছে। ওই মামলায় নাছির উদ্দিন সহ ২৭জন আসামীর নাম দেওয়া হয়েছে। তাদেরকে ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান। ##

পাঠকের মতামত: