ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় ট্রাকের ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া ::
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নাইমু (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার খুটাখালী গর্জনতলী এলাকার বাসিন্দা ব্যবসায়ী আবুল হোসেনের মেয়ে।
দুর্ঘটনায় আহতের ১৩ ঘন্টা পর বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগে একইদিন সকাল ১০টায় চকরিয়া উপজেলার খুটাখালী নতুন মসজিদ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় লোকজন জানায়, মহাসড়ক পার হচ্ছিল শিশু নাইমু। এসময় কক্সবাজার অভিমূখী একটি দ্রুতগামী ট্রাক তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে শিশুটি ছিটকে গিয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রায় ১৩ ঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এদিকে দুর্ঘটনার পর খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ট্রাকটি উদ্ধার কর করতে সক্ষম হয়। এটি ফাঁড়িতে জব্দ রয়েছে।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুর্শেদুল আলম দুর্ঘটনায় এক শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি ফাঁড়িতে জব্দ রাখা হলেও চালক পলাতক রয়েছে।

পাঠকের মতামত: