ঢাকা,রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহী যুবকের

নিজস্ব প্রতিবেদক :: কক্সবাজারের চকরিয়ায় চোয়ারফাঁড়ি এলাকায় ট্রাকের ধাক্কায় রেজাউল করিম (৩০) নামের এক বাইক আরোহী যুবক নিহত হয়েছেন। শনিবার (২২ জানুয়ারি) সকাল ৮টায় চোয়ারফাঁড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল পেকুয়া উপজেলার বারবাকিয়ার কাদিমাকাটা এলাকার আইয়ুব আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এম কফিল উদ্দিন বাহাদুর। তিনি বলেন, গতকাল রাতে কাদিমাকাটা এলাকার একটি মাহফিলে অতিথি ছিলাম। সেখানে রেজাউল আমাদের আপ্যায়ন করেছিল।

আজ সকালে বাইক নিয়ে বারবাকিয়া থেকে নিজ কর্মস্থল কক্সবাজার যাওয়ার পথে চোয়ারফাঁড়ি এলাকায় ট্রাকের ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রেজাউল খুব আস্তে বাইক চালাতো। সে এলাকার নম্র-ভদ্র ছেলে ছিল।

চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার বলেন, আজ সকাল সাড়ে ১০ টার দিকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবককে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাঠকের মতামত: