ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় জেলা পরিষদের প্রধান নির্বাহীর গাড়ির ধাক্কায় শিশু নিহত

চকরিয়া প্রতিনিধি :: চকরিয়ায় রাস্তা পারাপারের সময় কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহীর গাড়ির ধাক্কায় মাহিয়া আক্তার মাহি (৭) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত মাহি চকরিয়া উপজেলার উত্তর হারবাং এলাকার কবির আহামদের শিশু কন্যা। রবিবার (২৮) জুলাই বিকাল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং নয়াবাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সাইদুল ইসলাম বলেন, রবিবার বিকালে হারবাং নতুন বাজার এলাকার একটি দোকান থেকে সওদা নিয়ে বাড়ি ফিরছিলেন শিশু মাহিয়া আক্তার মাহি। বিকাল সাড়ে ৩টার দিকে শিশুটি হেঁটে মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখি একটি প্রাইভেট গাড়ি তাকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। শিশুকে ধাক্কা দেওয়া প্রাইভেট গাড়িটি কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহীর গাড়ি।

তিনি আরও বলেন, সড়ক দূর্ঘটনায় নিহত শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দূর্ঘটনা কবলিত গাড়িটি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) জিম্মায় রয়েছে।

পাঠকের মতামত: