ঢাকা,রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪

চকরিয়ায় জুয়ার আসরে পুলিশী হানা, নদীতে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়ায় মুঠোফোনে লুডু খেলার নামে চলা জুয়ার আসরে হানা দিয়েছে পুলিশ। এসময় জুয়াটিরা আচমকা পুলিশ উপস্থিতি টের পেয়ে গ্রেফতার এড়াতে মাতামুহুরী নদীতে ঝাঁপ দেয়ার পর থেকে নিখোঁজ রয়েছে শফি আলম ( ৩০) নামে এক যুবক। এছাড়া কুতুবউদ্দিন (৩৫) নামে আরেক যুবক পালাতে গিয়ে খেতের জালে আটকা পড়ে দিগম্বর হয়ে পড়লে তাকে রাতে আটক করলেও সকালে ছেড়ে দিয়েছে মাতামুহুরী তদন্ত কেন্দ্রের পুলিশ।

শুক্রবার (২৭ আগস্ট) দিবাগত রাত দেড়টায় কৈয়ারবিল ইউনিয়নের ছোট ভেওলার শীতারখীল এলাকায় এ ঘটনা ঘটে। রাত দেড়টায় নদীতে ঝাঁপ দেয়া মৃত আব্দু চোবহানের ছেলে শফি আলমের খোঁজ মেলেনি শনিবার রাত সাড়ে আটটা পর্যন্ত।

স্থানীয় ইউপি সদস্য এনামুল হক বলেন, প্রতিদিন রাত হলে এই জায়গায় জুয়ার আসর বসে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাতামুহুরী তদন্ত কেন্দ্রের পুলিশের একটি টিম নিয়ে জুয়া খেলার স্থানে পৌঁছলে জুয়ার আসর থেকে চারজন বিভিন্ন দিকে পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে শফি আলম নদীতে ঝাঁপ দেয়ার পর থেকে নিখোঁজ রয়েছে। মৃত ওবায়দুল হাকিমের ছেলে কুতুবউদ্দিনকে জালে আটকা পড়ায় দিগম্বর অবস্থায় পাকড়াও করা হয়। অপর দুইজন পালিয়ে যায়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, নদীতে ঝাঁপ দেয়া এক যুবক নিখোঁজ রয়েছে বলে শুনেছি। আরেকজনকে আটক ও ছাড়ার বিষয়টি জানা নেই। নিখোঁজ যুবকের সন্ধান চলছে।

 

পাঠকের মতামত: