ঢাকা,শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় জামায়াত নেতা মাওলানা ইউনুসের ইন্তেকাল, জামায়াত-শিবিরের শোক

চকরিয়া সংবাদদাতা:
চকরিয়া ও পেকুয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোহাম্মদ ইউনুস ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।
মঙ্গলবার (২৮ আগষ্ট) বিকাল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকাল তার বয়স হয়েছিল ৬৫ বছর।
বুধবার সকাল ৯টায় চকরিয়া পৌর ৩নং ওয়ার্ডের দক্ষিণ লক্ষ্যারচর সিকদার পাড়া জামে মসজিদের মাঠে মরহুমের জানাযা অনুষ্টিত হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

বর্ষিয়াণ জামায়াত নেতা মাওলানা মু. ইউনুসের ইন্তিকালে ছাত্রশিবিরের শোক

সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৃহত্তর চকরিয়া (অবিভক্ত চকরিয়া ও পেকুয়া উপজেলা) শাখার সাবেক আমীর বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মুহাম্মদ ইউনুসের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখা।
ছাত্রশিবিরের জেলা সভাপতি ছাত্রনেতা রবিউল আলম ও জেলা সেক্রেটারি মোবারক হোসাইন বিবৃতিতে বলেন- মাওলানা মুহাম্মদ ইউনুস ছিলেন একজন বর্ষিয়াণ রাজনীতিবিদ, প্রখ্যাত আলেমেদ্বীন ও দক্ষ সংগঠক।
তিনি অবিভক্ত চকরিয়া ও পেকুয়া উপজেলার সাবেক আমীর। তাঁর ইন্তেকালে চকরিয়া ও পেকুয়াবাসী এক দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো।
মহান আল্লাহ তায়ালার দরবারে কামনা করি, তিনি যেন মরহুম মাওলানা মুহাম্মদ ইউনুসকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে নেন। আমিন।

মাওলানা মু. ইউনুসের মৃত্যুতে জামায়াতের শোক

সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া ও পেকুয়া উপজেলার সাবেক আমীর বর্তমান চকরিয়া সভা শাখার সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক মাওলানা মুহাম্মদ ইউনুসের মৃত্যুতে শোক প্রকাশ করছেন জেলা জামায়াতের আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম রহিমুল্লাহ, চকরিয়া পৌরসভা আমীর অ্যাড. আহমদ হোছাইন, নায়েবে আমীর মু. হেদায়ত উল্লাহ, চকরিয়া উত্তর আমীর মাওলানা ছাবের আহমদ, চকরিয়া দক্ষিণ আমীর মোজাম্মেল হক।
নেতৃবৃন্দ মরহুমের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
সেই সাথে মরহুমের নেক আমলসমূহ কবুলিয়াতের মাধ্যমে জান্নাতের সবোর্চ্চ মকাম দান করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন।
মাওলানা মুহাম্মদ ইউনুস ২৮ আগস্ট বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার স্ত্রী ২ পুত্র ও ৬ কন্যা সন্তান ছিল।
২৯ আগস্ট বুধবার সকাল ৯ টায় দক্ষিণ লক্ষ্যারচর সিকদারপাড়া জামে মসজিদ মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত: