ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

চকরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের: একই পরিবারের তিন সদস্যকে কুপালো প্রতিপক্ষের দুর্বৃত্তরা!

Pic-2,Chakaria 03.07.17এম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মারা যাওয়া প্রতিবেশীর জানাজা পড়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের ভাড়াটে দুর্বৃত্তদের দা’র কোপে গুরুতর আহত হয়েছেন একই পরিবারের তিন সদস্য। গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের খিলছাদেক স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপর স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যান।

আহতরা হলেন- উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ১নং ওয়ার্ডের খিলছাদেক এলাকার মৃত ইমাম শরিফ সিকদারের ছেলে অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আবদুল কাদের (৭০) তার ভাই আবদুল জলিল (৬৫) এবং তার ছেলে মাজেদুল ইসলাম। এদের মধ্যে গুরুতর আহত আবদুল কাদের ও আবদুল জলিলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান।

হামলায় আহত মাজেদুল ইসলাম চকরিয়া হাসপাতালে সাংবাদিকদের বলেন, গ্রামের প্রতিবেশি মৌলভী আবদুল্লাহ মারা গেলে গতকাল সোমবার আছর নামাজের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে আমরা হেঁেট বাড়ি ফিরছিলাম। এসময় রাস্তার অদুরে আগে থেকে ওৎপেতে থাকা স্থানীয় সাইফুল ইসলাম, মানিক, কাশেম, মাষ্টার কাদের, আমজাদ ও জাহেদের নেতৃত্বে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমাদের জখম করে পালিয়ে যায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এধরনের কোন ঘটনার খবর পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত: