ঢাকা,সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

চকরিয়ায় জমি বিরোধ নিয়ে হামলায় একই পরিবারের নারীসহ আহত ১০

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়ায় জমির বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে একই পরিবারের নারী-পুরুষসহ অন্তত ১০জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ ২৬ ফেব্রুয়ারী (শনিবার) সকালে উপজেলার বিএমচর ইউনিয়নের ১নং ওয়ার্ড ছৈনাম্মার ঘোনা এলাকায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পৈত্রিক জমি দখলে নিতে মরিয়া হয়ে ভুক্তভোগীদের রোপিত ধানী জমি নষ্ট করে ফেলে, তাতে বাঁধা দেওয়ায় প্রতিপক্ষ দখলবাজ হারুন, হাসান, আনসার, মৌ.মনসুর আলম, মাষ্টার রফিক,ছোটন, ডাঃ নাজেম ও গিয়াসউদ্দিনের নেতৃত্বে ১০/১২ জন বহিরাগত লোক অবৈধ বন্দুক, দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে জমির মালিক স্থানীয় শাহীদা বেগম, নুর আয়শা, ছালেহা বেগম, সেলিনা আক্তার, নাজমা সোলতানা, মোঃ সাগর, মৌ.এনামুল হক, মমতাজ মিয়া, আব্দুল হামিদ সহ পরিবারের অন্য সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে গুরত্বর আহত করে।
স্থানীয় লোকজন এগিয়ে এলে দখলবাজরা ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায়।
এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ভুক্তভোগী পরিবার।

পাঠকের মতামত: