এম.জিয়াবুল হক, চকরিয়া ::
চকরিয়া উপজেলার বেসরকারী চিকিৎসা প্রতিষ্ঠান জমজম হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালকের চেয়ার দখলে রাখার ঘটনায় দুইপক্ষের মধ্যে ফের উত্তেজনা বিরাজ করছে। ইতোমধ্যে সাধারণ সভার ব্যানারে দুটি পক্ষ একই তারিখে পাল্টাপাল্টি কর্মসুচি দেয়ায় এ নিয়ে সাধারণ শেয়ার হোল্ডারদের মাঝে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় হাসপাতালের শেয়ার হোল্ডার ও কর্মকর্তা-কর্মচারীরা অনভিপ্রেত ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে, চকরিয়া জমজম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের চেয়ারটি দখলে রাখার ঘটনা নিয়ে কয়েকবছর ধরে দুই পক্ষের মধ্যে রশি টানাটানি চলে আসছে। ক্ষমতা টিকিয়ে রাখতে গিয়ে দুইপক্ষই নিন্ম আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত পাল্টাপাল্টি মামলা মোকাদ্দমা করেছে। এতে এক পক্ষ কিছুদিন চেয়ারে থাকলেও অপর পক্ষের রিট মামলার প্রেক্ষিতে আগের পক্ষ চেয়ার দখলচ্যুত হয়। পরে অপর পক্ষ চেয়ার দখলে নেয়। এভাবে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের চেয়ার দখল রাখার প্রতিযোগিতা অব্যাহত থাকার কারনে আর্থিকভাবে বেশ ক্ষতির মুখে পড়ে হাসপাতালটি।
স্থানীয় সুত্রে জানা গেছে, ব্যবস্থাপনা পরিচালকের বরাত দিয়ে গত ১ আগষ্ট স্থানীয় সংবাদপত্রে সাধারণ সভার নোটিশ দেন ব্যবস্থাপনা পরিচালক গোলাম কবির। তার কয়েকদিন পর ফের হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা.এসএম শওকত ওসমান ও হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা.মাহাবুব কামাল চৌধুরী একইভাবে সাধারণ সভার নোটিশ জারি করেন সংবাদপত্রে। দুটি পক্ষই আগামী ১৪ আগষ্ট একই স্থানে হাসপাতালের সাধারণ সভাটি আহবান করার পর থেকে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। এতে করে হাসপাতালেল সাধারণ শেয়ার হোল্ডারদের মাঝে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় হাসপাতালের শেয়ার হোল্ডার ও কর্মকর্তা-কর্মচারীরা অনভিপ্রেত ঘটনা এড়াতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
পাঠকের মতামত: